BPRD তে পুলিশ রিসার্চ অফিসে কনস্টেবল স্টেনোগ্রাফার পদে চাকরি, শীঘ্রই আবেদন করুন

bprd-constable-stenographer-recruitment-2023

বুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (BPRD) অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হবে অফলাইনে। এটি একটি ট্রান্সফারেবল চাকরি, অর্থাৎ নির্বাচিত প্রার্থীদের দেশের যে কোনো পুলিশ ট্রেনিং অফিসে যোগদান করতে হতে পারে। নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ নং-  15/42/2018-Dep/Estt (e-14297)

নোটিশ প্রকাশ- 9.06.2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যেসব পদে নিয়োগ হবে

এখানে বহু ধরনের পদ রয়েছে। যেমন, 1. Principle Scientific Officer (Weapons), 2. Assistant Director, 3. Senior Scientific Officer Grade I, 4. Senior Scientific Assistant, 5. Senior Investigator, 6. Research Assistant, 7. Stenographer Grade-I/PA, 8. Junior Investigator, 9. Instructor/Faculty, 10. Drill Instructor , 11. Inspector (Demo), 12. Drivers সহ আরও অন্যান্য। বিশদভাবে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

শূন্যপদ

এখানে বিভিন্ন শূন্যপদ মিলিয়ে মোট 79 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে বহু ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

বেতনক্রম

বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে এখানে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

Additional Deputy Director (Estt), Bureau of Police Research & Development, NH-48, Mahipalpur, New Delhi-110037
তবে, ইমেলের মাধ্যমেও আবেদন করা যাবে। এর জন্য আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় নথি জুড়ে একটি পিডিএফ বানাতে হবে। সেই পিডিএফ টি পাঠিয়ে দিতে হবে নীচের ইমেল আইডিতে।

ইমেল আইডি: [email protected]

আবেদনের তারিখ 

7 অগাস্ট, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous article1885 টি শূন্যপদে SSC এর মাধ্যমে সাব ইন্সপেক্টর পদে চাকরি, 15 আগস্ট এর মধ্যে অনলাইনে আবেদন করুন
Next articleরাজ্যে জেল পুলিশ নিয়োগ ২০২৩! মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য দেখুন | WB Jail Police Recruitment Update 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here