ভারতের পেট্রোলিয়াম সংস্থায় বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেনটিস নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এটি মূলত সারা ভারতব্যাপী চাকরির ভ্যাকান্সি তাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আজকের এই নিয়োগের ক্ষেত্রেও আবেদনকারীকে বিশেষ যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে হবে। সবাই আবেদন করতে পারবেন না। তাই কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে এবং নিয়োগের অন্যান্য গুরুত্বপুর্ন তথ্যগুলি জানুন।
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
- গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (Graduate Apprentice)
(1) মেকানিক্যাল (Mechanical)
(2) কেমিক্যাল (Chemical)
(3) ইলেকট্রিক্যাল (Electrical)
(4) ইন্সট্রুমেন্টেশন (Instrumentation)
(5) টেলিকম (Telecom)
(6) কম্পিউটার সায়েন্স (Computer Science)
(7) সিভিল (Civil)
- টেকনিক্যাল অ্যাপ্রেনটিস (Technical Apprentice)
(1) মেকানিক্যাল (Mechanical)
(2) কেমিক্যাল (Chemical)
(3) ইলেকট্রিক্যাল (Electrical)
(4) মডার্ন অফিস ম্যানেজমেন্ট (Modern Office Management)
স্টাইপেন্ড/ বেতনঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস ট্রেডগুলির ক্ষেত্রে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে 9,000 টাকা এবং টেকনিক্যাল অ্যাপ্রেনটিস ট্রেড গুলির জন্য মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে 8,000 টাকা।
ট্রেনিং এর সময়কালঃ ১ বছর ট্রেনিং করানো হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস ট্রেডগুলির ক্ষেত্রে- নির্দিষ্ট ট্রেডের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিগ্রি করা থাকতে হবে। এর সাথেও আর কিছু যোগ্যতা লাগবে যেগুলি অফিসিয়াল নোটিশের প্রথম পেজেই দেওয়া আছে।
টেকনিক্যাল অ্যাপ্রেনটিস ট্রেডগুলির ক্ষেত্রে- নির্দিষ্ট ট্রেডের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিগ্রি করা থাকতে হবে। এর সাথেও আর কিছু যোগ্যতা লাগবে যেগুলি অফিসিয়াল নোটিশের প্রথম পেজেই দেওয়া আছে, নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন।
শুন্যপদঃ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস- 84 টি
টেকনিক্যাল অ্যাপ্রেনটিস- 37 টি
আবেদন প্রক্রিয়াঃ
National Apprenticeship Training পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর দরকারি তথ্য সঠিকভাবে পূরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমাঃ 20 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।