BRO অর্গানাইজেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টোরকিপার এবং মাল্টি স্কিলড ওয়ার্কার করে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
BRO অর্গানাইজেশনে মোট 876 টি শূন্য পদে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
BRO অর্গানাইজেশনে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ স্টোর কিপার টেকনিক্যাল (Store Keeper Technical)
বেতনঃ উক্ত পদের জন্য আবেদন হিসাবে প্রতিমাসে 19900 থেকে 63200 টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্টোর কিপার টেকনিক্যাল পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(2) পদের নামঃ মাল্টি স্কিলড ওয়ার্কার (Multi Skilled Worker)
বেতনঃ উক্ত পদের জন্য আবেদন হিসাবে প্রতিমাসে 18000 থেকে 56900 টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া আরো উচ্চ শিক্ষিত হলে আবেদন করা যাবে।
মোট শূন্যপদঃ
এখানে সব মিলিয়ে মোট 876 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা।
- ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET)
- ট্রেড টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
- উপরিক্ত পদগুলির জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
- আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- উল্লিখিত নথিপত্রগুলো যোগ করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- শেষে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল এবং অন্যান্য শ্রেণি প্রার্থীদের জন্য জন্য আবেদন ফি হিসেবে 50 টাকা ধার্য করা হয়েছে। SC/ST দের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- ইনকাম সার্টিফিকেট।
- অভিজ্ঞতা শংসাপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Commandant GREF Center, Dighi camp, Pune- 411 015
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 15.06.2022 |
আবেদন শুরু | 15.06.2022 |
আবেদন শেষ | 12.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-