বর্ডার সেকুরিটি ফোর্স (BSF) এর কনস্টেবল (ট্রেডসম্যান) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 2788 টি শুন্যপদে পুরুষ-মহিলা উভয়েই আবেদন করতে পারবে। সেইসঙ্গে অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি হওয়ায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই আবেদন করা যাবে।
BSF কনস্টেবল ট্রেডসম্যান (BSF Constable Tradesman Recruitment 2022) নিয়োগের বাকি তথ্যগুলি নিচে থেকে জেনে নিন।
বিষয় সূচীঃ-
BSF Constable Tradesman Recruitment 2022
নোটিশ নম্বরঃ 9A/Advt/CT(TM)-2021-22/Rectt/BSF/2022/256
নোটিশ প্রকাশের তারিখঃ 14.01.2022
পদের নাম
BSF কনস্টেবল (ট্রেডসম্যান)
বেতন (BSF Constable Tradesman Salary)
পে লেভেল 3 অনুযায়ী প্রতি মাসে 21,700 – 69,100 টাকা
বয়সসীমা (BSF Constable Tradesman Age Limit)
আবেদনকারীর বয়স 01.08.2021 তারিখ অনুযায়ী 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা 5 বছরের এবং OBC শ্রেনিরা 3 বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা (BSF Constable Tradesman Eligibility Criteria)
মাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে নির্দিষ্ট ট্রেডে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ (BSF Constable Tradesman 2022 Vacancy)
- মোট 2788 টি শুন্যপদ রয়েছে।
- পুরুষদের জন্য রয়েছে 2651 টি শুন্যপদ
- মহিলাদের জন্য রয়েছে 137 টি শুন্যপদ
শারীরিক মাপ (BSF Constable Tradesman Physical Standard)
নিয়োগ প্রক্রিয়া (BSF Constable Tradesman Recruitment Process)
তিনটি Phase এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, এগুলি নিচে জানিয়ে দেওয়া হল-
Phase-1
- Physical Standard Test (PST) and Physical Efficiency Test (PET)
- Trade Test
Phase-2
- Written Examination (লিখিত পরীক্ষা- ১০০ নম্বর)
Phase-3
- Detailed Medical Examination (মেডিক্যাল পরীক্ষা)
- Review Medical Examination
পরীক্ষার সেন্টার (BSF Constable Tradesman Exam Centre in West Bengal)
সারা ভারতের বিভিন্ন জায়গায় পরীক্ষার সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য কোলকাতায় পরীক্ষার সেন্টার রয়েছে।
লিখিত পরীক্ষার সিলেবাস (BSF Constable Tradesman Exam Syllabus)
আবেদন প্রক্রিয়া (BSF Constable Tradesman Application Process)
BSF এর অফিসিয়াল ওয়েবসাইট (rectt.bsf.gov.in) থেকে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে। 16.01.2022 তারিখ থেকে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 01.03.2022 তারিখ পর্যন্ত। নিচের কয়েকটি স্টেপ (Step) অনুসরন করে আবেদন করতে পারবেন।
Step-1 One Time Registration (OTR).
Step-2 Filling of online application.
Step-3 Payment of examination fee through prescribed digital modes.
আবেদন ফি (BSF Constable Tradesman Application Fees)
UR/General, EWS, OBC শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 100 টাকা। মহিলা, ST, SC, BSF serving personnel এবং Ex-Servicemen দের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 14.01.2022 |
আবেদন শুরু | 16.01.2022 |
আবেদন শেষ | 01.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-