1410 টি শূন্যপদে BSF কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে ৩০ দিনের মধ্যে আবেদন করুন | BSF Constable Recruitment 2023

BSF Constable Tradesmen Recruitment 2023

বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ BSF এর তরফ থেকে 1410 টি শূন্যপদে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস সহ অন্যান্য যোগ্যতায় ছেলে-মেয়ে সকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবে। 

ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (Ministry of Home Affairs) এর অধীনে এই নিয়োগের সমগ্র প্রক্রিয়া পরিচালনা হবে। তাই সরকারি চাকরির জন্য যারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। 

আপনিও যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করতে হবে, পুরুষ এবং মহিলাদের জন্য শূন্যপদ কয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগবে, বেতন কত করে দেওয়া হবে ইত্যাদি তথ্য এক এক করে জেনে নিন। 

BSF Constable Tradesmen Recruitment 2023

bsf-constable-tradesmen-recruitment-2023

বিএসএফ কনস্টেবল নিয়োগ এর বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে:

কনস্টেবল ট্রেডসমেন (Constable Tradesmen)

BSF কনস্টেবল শূন্যপদ: 

মোট 1410 টি (পুরুষ- 1343 টি মহিলা- 67 টি)

BSF কনস্টেবল মাসিক বেতন: 

Pay Level-3 অনুযায়ী প্রতি মাসে 21,700 থেকে 69,100 টাকা। 

BSF কনস্টেবল বয়সসীমা: 

এই পদের চাকরির জন্য আবেদনকারী ছেলে অথবা মেয়ের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। SC, ST, OBCশ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 এবং 3 বছরের ছাড় পাবে। 

BSF কনস্টেবল শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস (Madhyamik Pass) করতে হবে এবং সেই সাথে নির্দিষ্ট ট্রেডের দুই বছরের আইটিআই (ITI) পাস সার্টিফিকেট থাকতে হবে।

আরো চাকরি: রাজ্যের দুগ্ধ সমবায় ইউনিয়নে চাকরি 

BSF কনস্টেবল অন্যান্য যোগ্যতা:

BSF কনস্টেবল শারীরিক মাপ (Physical Standard)

BSF Constable Tradesmen Physical Standard

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে: 

Cobbler, Tailor, Plumber, Painter, Electrician, Pump Operator, Draughtsman, Upholster, Tin Smith, Butcher, Cook, Water Career, Washerman, Barber, Sweeper, Waiter, Mali, Khoji ইত্যাদি ট্রেডে নিয়োগ করা হবে। 

BSF কনস্টেবল আবেদন প্রক্রিয়া:

(1) বিএসএফ রিক্রুটমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট (www.rectt.bsf.gov.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

(2) ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই আবেদনকারীদের আবেদন করার লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

(3) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগইন ডিটেলস দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আবেদনকারীকে তার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন তথ্য গুলি পূরণ করে অনলাইন ফর্ম সাবমিট করতে হবে। 

(4) অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর 30 দিন পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

আরো চাকরি :পূর্ব বর্ধমান জেলার ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join Kajkarmo Telegram.jpeg

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now

নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download

Online Application: Apply Now

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇