কেন্দ্রীয় বাহিনীতে হেড কনস্টেবল নিয়োগ, পুরুষ-মহিলা সবাই আবেদনযোগ্য | BSF Head Constable Recruitment 2023

BSF Head Constable Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের সুরক্ষা বাহিনী BSF তে অনেকগুলি শূন্যপদে হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে মহিলা এবং পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। দেশের যে কোনো রাজ্যের বাসিন্দা এখানে আবেদন যোগ্য। সেই অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকেও আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের বাকী সমস্ত তথ্যগুলি নিচে এক এক করে তুলে ধরা হলো। 

নোটিশ প্রকাশ – 13.04.2023

যে সমস্ত পদে নিয়োগ হবে

1) হেড কনস্টেবল- রেডিও অপারেটর (Head Constable- Radio Operator)

2) হেড কনস্টেবল- রেডিও মেকানিক (Head Constable- Radio Mechanic)

শূন্যপদ

HC(RO) এর জন্য 217 টি এবং HC(RM) এর জন্য 30 টি অর্থাৎ মোট শূন্যপদ রয়েছে 247 টি।

শিক্ষাগত যোগ্যতা

ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে থাকতে হবে অথবা, মাধ্যমিক পাশের সাথে দুই বছরের ITI ট্রেনিং করে থাকতে হবে।

বয়সসীমা

18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

বেতনক্রম

মাসিক 25,500 থেকে 81,100 টাকা বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি 

অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য https://recttbat.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনকারীদের সুবিধার জন্য আমরা আবেদন করার ডিরেক্ট লিংক নিচে দিয়ে রেখেছি। ওই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। 

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR/EWS/OBC দের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। তবে, বাকি প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন করার শেষ দিন হল 12.05.2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির খবর👇👇