কেন্দ্রীয় সরকারের অন্তর্গত BSF বা বর্ডার সিকিউরিটি ফোর্সে ইতিমধ্যে নতুন পদে হেড কনস্টেবল (BSF Head Constable) নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ১৩১২ শূন্যপদে এই হেড কনস্টেবল নিয়োগ করা হবে।
সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকেই সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
ইচ্ছুক প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনে আবেদনের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কতো দেওয়া হবে, আবেদন কিভাবে করতে হবে, শূন্যপদের সংখ্যা কত ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
BSF Head Constable Recruitment 2022
নিয়োগের তথ্য (Job Details)
(1) পদের নামঃ হেড কনস্টেবল R.O (Head Constable R.O)
মোট শূন্যপদঃ 982 টি।
(2) পদের নামঃ হেড কনস্টেবল R.M (Head Constable R.M)
মোট শূন্যপদঃ 330 টি।
বেতনঃ
উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং রেডিও টেলিভিশন বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বা ডাটা প্রিপারেশন এন্ড কম্পিউটার সফটওয়্যার বা ডাটা এন্ট্রি অপারেটরের 2 বছরের ITI কোর্স করে থাকতে হবে।
বয়সসীমাঃ
উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
অন্যান্য যোগ্যতাঃ
- উচ্চতা- পুরুষদের ক্ষেত্রে 168 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার
- বুকের মাপ- পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 80 সেন্টিমিটার
- ওজন- প্রার্থীর উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা।
- PST/PET
- মেডিকেল টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশন
আবেদন পদ্ধতিঃ
- এখানে প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিচে আবেদন করার লিংক থেকে BSF অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম, বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে লগ ইন করে অনলাইন আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্রের সঙ্গে সমস্ত দরকারি নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দিতে হবে।
আবেদন ফিঃ
উপরিউক্ত কনস্টেবল পদের জন্য আবেদন ফি হিসাবে 100 টাকা ধার্য করা হয়েছে। SC, ST, PwD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 20.08.2022 |
আবেদন শুরু | 20.08.2022 |
আবেদন শেষ | 19.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 উপভোক্তা দপ্তরে ১০০ মতো শূন্যপদে নিয়োগ