কেন্দ্র সরকারের BSF নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুযোগ। ASI এবং হেড কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের 23 জেলার অন্তর্গত সকল চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য। সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
BSF নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কত, বেতন কত দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা কত, নিয়োগ কিভাবে করা হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি তথ্য নিচের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হলো।
BSF recruitment 2022
নোটিশ নম্বরঃ A.5/101/Pers(Rectt)/Min Staff/BSF/2021
নোটিশ প্রকাশের তারিখঃ 08.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর – স্টেনোগ্রাফার (ASI-Stenographer)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে Pay-Level 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন্টারমিডিয়েট উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
এই পদের জন্য প্রার্থীকে 10 মিনিটের মধ্যে 80 টি Shorthand শব্দ টাইপ করতে হবে।
মোট শূন্যপদঃ 11 টি।
(2) পদের নামঃ হেড কনস্টেবল-মিনিস্টেরিয়াল (HC-Ministerial)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে Pay-Level 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
এই পদের জন্য প্রার্থীকে প্রতি মিনিটে 30 টি শব্দ ইংরেজি কিংবা হিন্দিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 312 টি।
বয়সসীমাঃ
উপরের দুটি পদের জন্য আবেদন প্রার্থীকে 06.09.2022 তারিখ অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
অন্যান্য যোগ্যতাঃ
- উচ্চতা- পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার
- বুকের মাপ- পুরুষদের ক্ষেত্রে 77 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 82 সেন্টিমিটার।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের সাধারণত দুটি পর্যায়ে নির্বাচন করা হবে। যথা
(1) First Phase
- Written Examination – 100 Marks
(2) Second Phase
- Physical Measurements
- Shorthand Test for ASI
- Typing Test for HC
- Documentation
- Medical Examination
আবেদন পদ্ধতিঃ
এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। এছাড়া আর অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না।
অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনাকে নিচের লিংক থেকে অথবা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in এ গিয়ে আবেদন করতে হবে।
সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
তারপরে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি হিসেবে 100 টাকা এবং SC/ST/Ex-services ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- অভিজ্ঞতা সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 08.08.2022 |
আবেদন শুরু | 08.08.2022 |
আবেদন শেষ | 06.09.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-