পশ্চিমবঙ্গের সুনাম প্রসিদ্ধ বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে সম্প্রতি বিভিন্ন পদে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের প্রজেক্ট অফিসার, কো-অর্ডিনেটর, টেকনিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে সরাসরি অফলাইনের দ্বারা এখানে আবেদন করতে হবে।
বেশি সময় নষ্ট না করে এবার তাহলে জেনে নেওয়া যাক কি কি পদে নিয়োগ করা হবে, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বিভিন্ন পদের জন্য বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকলে আবেদন করা যাবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য।
Burdwan University Non Teaching Staff Recruitment
নোটিশ নম্বরঃ 03/2022-2023
নোটিশ প্রকাশের তারিখঃ 08.09.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ টেকনিক্যাল অফিসার III (Technical Officer III)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের পে লেভেল 14 অনুযায়ী 1,44,200 টাকা থেকে 2,18,200 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc/M.Sc বা ইলেকট্রনিক্স বা রেডিও ফিজিক বা ইলেকট্রনিক্স & কমিউনিকেশন বা অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স বিষয়ে B.E/B.Tech বা M.E/M.Tech পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ টেকনিক্যাল অফিসার II (Technical Officer I)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের পে লেভেল 10 অনুযায়ী 57,700 টাকা থেকে 1,82,400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc/M.Sc বা ইলেকট্রনিক্স বা রেডিও ফিজিক বা ইলেকট্রনিক্স & কমিউনিকেশন বা অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স বিষয়ে B.E/B.Tech বা M.E/M.Tech পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার (Electronic Engineer)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের পে লেভেল 12 অনুযায়ী 79,800 টাকা থেকে 2,11,500 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বিষয়ে B.Sc/M.Sc বা ইলেকট্রনিক্স বা রেডিও ফিজিক বা ইলেকট্রনিক্স & কমিউনিকেশন বা অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স বিষয়ে B.E/B.Tech বা M.E/M.Tech পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(4) পদের নামঃ কো-অর্ডিনেটর (Co – Ordinator)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের পে লেভেল 10 অনুযায়ী 57,700 টাকা থেকে 1,82,400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B+ গ্রেড সহ মাস্টার্স ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(5) পদের নামঃ প্রজেক্ট অফিসার (Project Officer)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের পে লেভেল 10 অনুযায়ী 57,700 টাকা থেকে 1,82,400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 55% নম্বরসহ সহ মাস্টার্স ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও সোশ্যাল সায়েন্স বা এডুকেশন সম্পর্কিত বিষয়ে M.Phil বা Ph.D করা থাকলে আবেদন করা যাবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
আবেদন পদ্ধতিঃ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তির 6 নম্বর পেজে থাকা আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে যুক্ত করতে হবে।
সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Office of the Registrar, The University of Burdwan, Golden Jubilee Building, Nurse Quarter More, Purba Bardhaman-713104, West Bengal.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 08.09.2022 |
আবেদন শুরু | 08.09.2022 |
আবেদন শেষ | 18.10.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 আঁধার (UIDAI) দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ