ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে চাকরির বিজ্ঞপ্তি! মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Bureau of Indian Standards recruitment 2023

ভারত সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, ফুড ও পাবলিক ডিস্ট্রিবিউশন দফতরের অধীনস্থ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে কর্মী নিয়োগ করা হবে। এখানে স্থায়ী পদে নিয়োগ করার জন্য কোনও রকম লিখিত পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 06(ScB)/2023/HRD

যে পদে নিয়োগ করা হবে

1. এগ্রিকালচার সায়েন্স/Agriculture Science

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এগ্রিকালচার নিয়ে মাস্টার্স এবং ICAR AICE-JRF/SRF(Ph.D) – 2023 পরীক্ষার স্কোরকার্ড থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

2. সিভিল ইঞ্জিনিয়ারিং / Civil Engineering

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

3. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / Electrical Engineering

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

4. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং / Textile Engineering

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উপরের তিনটি পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে B.Tech পাশ এবং GATE – 2023 পরীক্ষার স্কোরকার্ড থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন

উপরের চারটি পদের জন্যই মাসিক 1,05,033 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

GATE পরীক্ষার ভিত্তিতে এখানে প্রার্থীদের শর্ট লিস্ট করা হবে এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে সেই সব প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.bis.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

03 নভেম্বর, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 হিন্দুস্থান সল্ট লিমিটেডে অনেকগুলি পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 WBPSC এর মাধ্যমে SC, ST, OBC দপ্তরে চাকরি! মাসিক বেতন,আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, 20 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 UPSC এর মাধ্যমে অনেকগুলি পদে চাকরি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous articleআইসিডিএস অঙ্গনওয়াড়ি প্রশ্নপত্র ২০২৩ | WB ICDS Anganwadi Question Paper 2023 PDF in Bengali
Next articleভারতীয় এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, 55 হাজার টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here