রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মূলত ডাটা এন্ট্রির কাজের জন্য কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদন করার জন্য সমস্ত তথ্য বিশদে জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
যে পদে নিয়োগ হবে
ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator)
শূন্যপদ
এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
1) এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Honours Graduation/BCA/B.Sc.(Computer Science)/B.Sc. IT করে থাকতে হবে।
2) E-tender, Gem Portal, MS Excel, Word এবং PowerPoint এ দক্ষতা থাকতে হবে।
3) DOEACC ‘O’ Level সার্টিফিকেট থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
4) নূন্যতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স 40 বছর ধার্য করা হয়েছে।
মাসিক বেতন
20,000/- টাকা মাসিক বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।
চুক্তির মেয়াদ
11 মাসের মেয়াদে প্রার্থীদের এখানে চাকরির জন্য নির্বাচন করা হবে।
নিয়োগ প্রক্রিয়া
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
ইচ্ছুক প্রার্থীদের নিজের বায়োডাটা (CV) এবং প্রয়োজনীয় সার্টিফিকেট সহ নিজের রঙিন ছবি একটি খামে ভরে নীচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Registrar, University of Calcutta.
আবেদনের সময়সীমা
13/04/2023 তারিখের মধ্যে ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করে ফেলতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি
- জল শক্তি দফতরে গ্রুপ-C ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি
- দুর্গাপুর NIT-তে SERB এর ফান্ড প্রোজেক্টে কর্মী নিয়োগ