কোলকাতা ইউনিভার্সিটি (University of Calcutta) এর তরফ থেকে প্রফেসর (Professor) অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কোলকাতা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ফ্যাকাল্টির আওতায় এই নিয়োগটি করা হবে।
রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে পুরুষ ও মহিলা সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
এই নিয়োগের ক্ষেত্রে আবেদন কিভাবে করতে হবে, মোট শূন্য পদের সংখ্যা কটি, বেতন কত দেয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স সীমা কত ইত্যাদি যাবতীয় প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আজকের প্রতিবেদনটি তুলে ধরা হলো।
Calcutta University Professor Recruitment 2022
নোটিশ নম্বরঃ R/355/02.09.2022
নোটিশ প্রকাশের তারিখঃ 06.09.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ প্রফেসর (Professor)
বেতনঃ প্রফেসর পদের জন্য প্রার্থীদের 1,44,200 থেকে 2,18,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে PhD পাশ করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 21 টি।
(2) পদের নামঃ অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের 131,400 থেকে 217,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে PhD পাশ করে থাকতে হবে এবং U.G.C এর অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 30 টি।
(3) পদের নামঃ অ্যাসিন্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)
বেতনঃ প্রফেসর পদের জন্য প্রার্থীদের 57700 থেকে 182400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে 50 শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্ত ডিগ্রী পাস করে থাকতে হবে সঙ্গে ইউজিসি কিম্বা সিএসআইয়ের নেট পরীক্ষায় পাস করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 16 টি।
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবেঃ
- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
- কেমিকাল টেকনোলজি
- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
- পলিমার সায়েন্স এন্ড টেকনোলজি
বয়সসীমাঃ
সমস্ত পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতিঃ
উপরের কোলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত পদের জন্য সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
তাই যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচে দেওয়ার লিংক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের একটি সাদা ফ্রেশ কাগজে নিজের সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যথাযথভাবে একটি বায়োডাটা তৈরি করতে হবে।
বায়োডাটার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেলফ অ্যাটেস্টেড করে যুক্ত করতে হবে।
সবশেষে বায়োডাটা এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদন ফিঃ
আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা ধার্য করা হয়েছে। SC/ST, প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
The Office of the Hon’ble Vice-Chancellor, University of Calcutta, Darbhanga Building, 1st Floor, 87/1, College Street, Kolkata-700073.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 06.09.2022 |
আবেদন শুরু | 06.09.2022 |
আবেদন শেষ | 11.10.2022 |
👍 নতুন নতুন চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇