কলকাতা ইউনিভার্সিটিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

Calcutta University Recruitment Notification 2023

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (ইউনিভার্সিটি) নৃতত্ত্ববিদ্যা বিভাগের অধীনে ICSSR এর ফান্ডিং-এ একটি রিসার্চ প্রোজেক্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সহ দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের, কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

1. রিসার্চ অ্যাসোসিয়েট / Research Associate

যোগ্যতা- ন্যূনতম 55% সহ যেকোনো সামাজিক বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর সহ NET/SLET/M.Phil. / Ph.D. করে থাকতে হবে।

বেতন- মাসিক 25,000 বেতন দেওয়া হবে।

2. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট / Research Assistant

যোগ্যতা- ন্যূনতম 55% সহ যেকোনো সামাজিক বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর/ Ph.D./ M.Phil. করে থাকতে হবে।

বেতন- মাসিক 20,000 বেতন দেওয়া হবে।

3. ফিল্ড ইনভেস্টিগেটর / Field Investigator

যোগ্যতা- ন্যূনতম 55% সহ যেকোনো সামাজিক বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর করে থাকতে হবে।

বেতন- দৈনিক 500 টাকা বেতন দেওয়া হবে।

শূন্যপদ- প্রতিটি পদের জন্য একটি করে মোট তিনটি শূন্যপদ রয়েছে।

নিয়োগের সময়সীমা

3 মাসের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

এখানের পদগুলির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের কেবলমাত্র নিজেদের বায়োডেটা, প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।

ইন্টারভিউয়ের দিন এবং সময়

16/10/2023 তারিখে 11.00 টার সময় প্রার্থীদের ইন্টারভিউ স্থানে রিপোর্ট করতে হবে।

ইন্টারভিউ স্থানের ঠিকানা

Department of Anthropology, University of Calcutta, Ballygunge Science Campus (3rd Floor), 35, Ballygunge Circular Road, Kolkata700019

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 BEML এ গ্রুপ-সি পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 23 হাজার 910 টাকা

👉 এবার থেকে আর নয় বছর বছর পরীক্ষা! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

👉 ভারতের গোয়েন্দা দপ্তরে গ্রুপ-সি চাকরি! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির বিজ্ঞপ্তি জারি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 Primary TET 2023: টেট পরীক্ষার্থীদের ভুল সংশোধনের জন্য জারি হল বিজ্ঞপ্তি! এত তারিখের মধ্যে ঠিক করতে হবে

Previous articleরাজ্যে ১২ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ, মন্ত্রীসভার বৈঠক থেকে গুরুত্বপূর্ণ আপডেট
Next articleরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLST পরীক্ষায় বিরাট পরিবর্তন, এইভাবে করা হবে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here