Case ওয়ার্কার পদের চাকরিতে নিয়োগ, ১৫ হাজার টাকা প্রতি মাসে বেতন

Case Worker Recruitment in Jhargram

রাজ্যের মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের জন্য আরো একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ঝাড়গ্রাম জেলার অন স্টপ সেন্টারে এই নিয়োগ করা হবে। যেখানে শুধুমাত্র মহিলা চাকরিপ্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। 

এর আগেও অন্যান্য জেলাতে এইরকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আমরা সেইসমস্ত নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কেও আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আপডেট দিয়েছিলাম।

আজকের এই মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তরে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি রয়েছে, মাসিক বেতন কত, কারা কারা কিভাবে আবেদন করবে তা নিচে ভালোভাবে জানানো হলো। 

Case Worker Recruitment in Jhargram

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ  77/ DSW/ JGM

নোটিশ প্রকাশের তারিখঃ  15.07.2022

আবেদনের মাধ্যমঃ  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

নিয়োগের তথ্য (Job Details) 

পদের নাম- কেস ওয়ার্কার (Case Worker)

বেতন- 15,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। 

বয়সসীমা- 25.05.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 

যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে। সেইসাথে ওমেন ইস্যু বা মহিলাদের সমস্যা নিয়ে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 1 টি (SC) 

চাকরির ধরনঃ  কন্ট্রাকচুয়াল

নিয়োগের স্থানঃ  ঝাড়গ্রাম জেলা 

নিয়োগ প্রক্রিয়াঃ 

মোট তিনটে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থী বাছাই করা হবে- 

(1) এডুকেশনাল কুয়ালিফিকেশন- 30 নম্বর 

(2) কম্পিউটার টেস্ট (Practical)- 15 নম্বর 

(3) মৌখিক পরীক্ষা (Viva-voce)- 5 নম্বর 

মোট নম্বরঃ  50 

আবেদন করার প্রক্রিয়াঃ

অফলাইনে একটি ফর্ম ফিল আপ করে এবং জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার অফলাইন ফর্মটি নিচের দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে ডাউনলোড করতে হবে।

তারপর ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে। ফর্ম প্রিন্ট করে সেটি সঠিকভাবে পূরন করতে হবে। ফর্ম পূরণ করার পর তার সাথে দরকারি সমস্ত ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। 

তারপর আবেদন করার ফর্ম সহ সব কাগজগুলিকে একটি খামে ভরতে হবে। তারপর আবেদনপত্রের খামটিকে নিচের দেওয়া ঠিকানায় ড্রপ বক্সে জমা করতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

Social Welfare Section, Collectorate, Jhargram District. 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  15.07.2022
আবেদন শুরু  15.07.2022
আবেদন শেষ 25.07.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার ফর্মঃ Download

▶️ ডেইলি চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-