CBI Department Recruitment 2022 | সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২- পদের নাম, বেতন, শূন্যপদ! (Apply Now)

CBI Department Recruitment 2022

CBI Department Recruitment 2022, CBI Recruitment 2022, CBI Department Recruitment  Application, CBI Department Recruitment Notice 2022, সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২, সিবিআই দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২২, সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২ আবেদন প্রক্রিয়া! 

CBI Department Recruitment 2022: CBI অর্থাৎ সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন এর পক্ষ থেকে নতুন এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত ব্যাক্তিদের CBI ডিপার্টমেন্টে চাকরি করার ইচ্ছা রয়েছে তাদের সামনে এটি একটি অত্যন্ত ভালো সুযোগ। যদিও যেকেউ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই চাকরির জন্য আবেদন করতে পারবে। 

এই চাকরির বিজ্ঞিপ্তিটি অল ইন্ডিয়া ভ্যাকান্সি রূপে প্রকাশিত হয়েছে। যেকারনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।

অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে হবে। এই বিষয়েও আজকে আমরা বিস্তারিত জানাবো। CBI ডিপার্টমেন্টে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত, শূন্য পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

CBI Department Recruitment 2022

CBI Department Recruitment 2022

নিয়োগ সংস্থা (Recruitment Organization) CBI- সিবিআই (Central Bureau of Investigation)
পোষ্টের নাম (Post Name) লেকচারার ‘ল’ (Lecturer- Law) এবং লেকচারার ক্রিমিনোলজি (Lecturer- Criminology)
চাকরির ধরণ (Job type) স্থায়ী সরকারি চাকরি (Permanent Govt. Job)
মোট শূণ্যপদ (Total Vacancy) 2 টি
বেতন (Salary) 15,600 থেকে 39,100 টাকা
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) www.cbi.gov.in
আবেদনের মাধ্যম (Application Mode) অফলাইন (Offline)

নোটিশ নম্বরঃ DP/PERS.I/1942/1-12/3/2022-Estbb./Pers.I Section

নোটিশ প্রকাশের তারিখঃ 23.09.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।

সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২, নিয়োগের তথ্য (CBI Department Recruitment 2022, Post Details)

(1) পদের নামঃ লেকচারার ল (Lecturer – Law)

বেতনঃ পে ম্যাট্রিক্স লেভেল 10 অনুসারে বেতন দেওয়া হবে। তার সাথে PB 3 অনুযায়ী 15,600 থেকে 39,100 টাকা5400 টাকা গ্রেড পে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ‘ল’ (Law) বা আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে। এবং এর সঙ্গে 1 বছরের পড়ানোর অভিজ্ঞতাও থাকতে হবে।

এছাড়াও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা ইউনিয়ন টেরিটোরিস বা ইউনিভার্সিটি বা পাবলিক সেক্টরের অন্তর্গত অফিসাররাও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

মোট শূন্যপদঃ 01 টি।

(2) পদের নামঃ লেকচারার ক্রিমিনোলজি (Lecturer – Criminology)

বেতনঃ এই পদের জন্য একইভাবে পে ম্যাট্রিক্স লেভেল 10 অনুসারে বেতন দেওয়া হবে। তার সাথে PB 3 অনুযায়ী 15,600 থেকে 39,100 টাকা5400 টাকা গ্রেড পে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্রিমিনোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে। এবং এর সঙ্গে 1 বছরের পড়ানোর অভিজ্ঞতাও থাকতে হবে।

এছাড়াও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা ইউনিয়ন টেরিটোরিস বা ইউনিভার্সিটি বা পাবলিক সেক্টরের অন্তর্গত অফিসাররাও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

মোট শূন্যপদঃ 01 টি।

সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২, বয়সসীমা (CBI Department Recruitment 2022, Age Limit)

উপরের দুটি পদের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বোচ্চ 56 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

🎯 রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২

🎯 রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি নিয়োগ

সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২, আবেদন পদ্ধতি (CBI Department Recruitment 2022, Application Process)

(1) CBI ডিপার্টমেন্টের অন্তর্গত এই দুটি পদের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে হবে।

(2) যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান তাদের প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।

(3) এরপর অফিসিয়াল বিজ্ঞপ্তির 7 নং পেজে দেওয়া বায়োডাটা ফরম্যাটটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।

(4) এরপরে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, বয়স ইত্যাদি সমস্ত তথ্য দিয়ে বায়োডাটা টিকে সঠিকভাবে পূরণ করতে হবে।

(5) এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলিকে জেরক্স করতে হবে। তারপরে প্রতিটি নথিপত্রে সেল্ফ্যাটেস্টেড করে, ভালোভাবে রাবার স্ট্যাম্প লাগাতে হবে। তারপর নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে। 

সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২, আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা (CBI Department Recruitment 2022, Submit Application Form)

Dy. Director (Pers.), Central Bureau Of Investigation, 5-B, 7th Floor, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003.

সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২, গুরুত্বপূর্ণ তারিখ (CBI Department Recruitment 2022, Important Dates

নোটিশ প্রকাশ 23.09.2022
আবেদন শুরু 23.09.2022
আবেদন শেষ 22.12.2022

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন। 

Important Links:  👇👇

✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন: Click Here

✅ Telegram Channel: Join Now

▶️ নিয়োগ সংস্থার: Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

🔽 আবেদন করার ফর্ম: Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেট: Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যে সরাসরি ইন্টারভিউ দিয়ে 25 হাজার টাকা বেতনের চাকরি

🎯 রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি নিয়োগ

🎯 সরকারি অ্যাটমিক এনার্জি দপ্তরে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ