সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড বা সংক্ষেপে (CCL) তে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট 608 টি শূন্যপদ রয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। এখানের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ ভাবে চুক্তি ভিত্তিক হবে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নং- CCL/Apprentice Tre/Notification/23-24/25
নোটিশ প্রকাশ- 23/05/20২33
যে পদে নিয়োগ হবে
(1) ট্রেড অ্যাপ্রেন্টিস / Trade Apprentice (Electrician, Fitter, Turner, Mechanical)
(2) ফ্রেশ অ্যাপ্রেন্টিস / Fresh Apprentice (Medical Laboratory Technician, Dental Laboratory Technician, Surveyor, Wireman, Multimedia and webpage designer, Mechanic Earth Moving Machinery)
শূন্যপদ
- এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস বিভাগে, মোট শূন্যপদের সংখ্যা 536 টি।
- অন্যদিকে , ফ্রেশ অ্যাপ্রেন্টিস বিভাগে মোট শূন্যপদ রয়েছে 72 টি।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে ITI অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে। এর সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য 18 থেকে 27 বছরের প্রার্থীরা এবং ফ্রেশ অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য 18 থেকে 22 বছরের প্রার্থীরা আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
বেতনক্রম
ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য, বেতন বাবদ প্রার্থীদের মাসিক 7,000 টাকা দেওয়া হবে।
অন্যদিকে, ফ্রেশ অ্যাপ্রেন্টিস পদের জন্য, বেতন বাবদ প্রার্থীদের মাসিক 6,000 টাকা দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
নিয়োগের সময়সীমা
প্রাথমিক ভাবে এখানে 1 বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে সর্বোচ্চ 2 বছর করা হতে পারে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন 18/06/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- গ্রুপ-C ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি
- NCB-তে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি
- রাজ্যের পৌরসভা অফিসে গ্রুপ-C চাকরি
- ভারতের রেল মন্ত্রকের অধীনে চাকরি