গ্রুপ-C ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি, CCRAS-এ কর্মী নিয়োগ | CCRAS Recruitment 2023

CCRAS Group C Clerk and Others Post Recruitment

সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স (CCRAS) এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে গ্রুপ-সি ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সারা দেশের সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে বেশ কয়েক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এখানে আবেদন করতে হবে অফলাইনে। আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নোটিশ নং – 02/2023

নোটিশ প্রকাশ – 22/04/2023

পদের নাম, যোগ্যতা, শূন্যপদ ও নিয়োগের অন্যান্য তথ্য

1. পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক / Upper Division Clerk

শূন্যপদ – এখানে মোট 9 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে নূন্যতম 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

বেতনক্রম – Pay Level- 4 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

2. পদের নাম- অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার / Administrative Officer:-

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – গ্র্যাজুয়েট হবার সাথে অ্যাকাউন্টেন্সিতে জ্ঞান থাকতে হবে। এর সাথে কেন্দ্রীয় রাজ্য সরকারের আধিকারিক/স্বায়ত্তশাসিত সংস্থা/গবেষণা সংস্থা/পাবলিক সেক্টরের উদ্যোগ/আধা-সরকারি/সংবিধিবদ্ধ বা স্বায়ত্তশাসিত সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

বেতনক্রম – Pay Level- 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

3. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট মেট্রন / Assistant Matron

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – GNM পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে আয়ুর্বেদিক হাসপাতালে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম – Pay Level- 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

4. পদের নাম- অ্যাকাউন্টস অফিসার / Accounts Officer

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – ক্যাশ, বাজেট ইত্যাদি বিষয়ে নূন্যতম 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

বেতনক্রম – Pay Level- 8 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

5. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার / Assistant Research Officer

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

বেতনক্রম – Pay Level- 7 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

বয়সসীমা – প্রতিটি পদেই সর্বোচ্চ 56 বছর বয়স অবধি এখানে আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি

ডেপুটেশনের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

নিয়োগের সময়সীমা

নূন্যতম 1 বছর এবং সর্বোচ্চ 3 বছর অবধি এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য প্রার্থীদের নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তার সাথে সংযুক্ত থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে নিজেদের যাবতীয় তথ্য প্রদান করতে হবে। এর সাথে প্রয়োজনীয় নথি, ছবি, স্বাক্ষর সংযুক্ত করে সাবমিট করতে হবে ফর্মটি।

আবেদনের সময়সীমা

এক্ষেত্রে আবেদনের শেষ দিন হচ্ছে 20/06/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleNCB-তে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি! অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন
Next article৬০৮ শূন্যপদে CCL-এ নিয়োগ ২০২৩, অনলাইনে তাড়াতাড়ি আবেদন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here