সম্প্রতি CCL বা সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেডের তরফ থেকে নতুন করে নিয়োগের অফিসিয়াল নোটিশ (CCL Recruitment Notice) প্রকাশিত হলো। কোম্পানির অধীনে স্থায়ী চাকরি। তাই যারা স্থায়ী চাকরি (Permanent Job) করতে চাই তাদের জন্য এটি ভালো সুযোগ হতে পারে।
এক্ষেত্রে জুনিয়র কেমিস্ট এবং জুনিয়র টেকনিশিয়ান ইন্সপেক্টর পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। সরাসরি অফলাইনের মাধ্যমে রাজ্যের অন্তর্গত নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।
নিচের প্রতিবেদনে আবেদনের জন্য যাবতীয় তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজভাষায় আলোচনা জানানো হলো।
Central Coal Field Permanent Job Recruitment
নোটিশ নম্বরঃ CCL/NEE/QC Cadre/Jr. Chemist & JTI/ 2022 – 23/ 1442 – 1537
নোটিশ প্রকাশের তারিখঃ 26.08.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ জুনিয়ার কেমিস্ট (Junior Chemist)
শূন্যপদঃ 23 টি।
(2) পদের নামঃ জুনিয়ার টেকনিশিয়ান (Junior Technician)
শূন্যপদঃ 82 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ
উপরের দুটি পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
আবেদন প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে দেওয়া আছে।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে এই বিষয়টি ভালো করে জেনে নিতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ
এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিশের সাথে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
আপনি সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.centralcoalfield.in এ গিয়েও আবেদন পত্রটি ডাউনলোড করতে পারবেন।
আবেদন পত্রটি ডাউনলোড করা হয়ে গেলে সেটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
এরপরে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি পত্রগুলি যুক্ত করতে হবে।
সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Office of the General Manager (P-NEE), CCL, RANCHI
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 26.08.2022 |
আবেদন শুরু | 26.08.2022 |
আবেদন শেষ | 15.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের সরকারি স্কুলে অতিথি শিক্ষক (গেস্ট টিচার) নিয়োগ