সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (Central Coalfields limited)-এর তরফে মাইনিং সিরদার, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে শুধুমাত্র অনগ্রসর শ্রেনি এবং সংরক্ষিত শ্রেনির প্রার্থীরা আবেদন করতে পারবে। কি কি পদ রয়েছে, পদ অনুযায়ী শূন্যপদ কয়টি, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন তা নিচে থেকে একে একে দেখে নিন, তারপর চাইলে আবেদন করুন।
সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে নিয়োগের যাবতীয় তথ্যাদি
1. পদের নাম- মাইনিং সিরদার (Mining Sirdar)
শূন্যপদ- 77 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাসের সাথে মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে। সাথে গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকতে হবে।
বেতনক্রম- মাসিক 31,852 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে।
2. পদের নাম- ইলেকট্রিশিয়ান/ টেকনিশিয়ান (Electrician/Technician)
শূন্যপদ – এখানে মোট 126 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাসের সাথে ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই ডিপ্লোমা থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- দৈনিক 1,087 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. পদের নাম- ডেপুটি সার্ভেয়র (Deputy Surveyor)
শূন্যপদ – এখানে কেবলমাত্র ST প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে 20 টি।
যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাসের সাথে DGMS স্বীকৃত সংস্থা থেকে Mines Survey Certificate কোর্স করা থাকতে হবে প্রার্থীদের।
বেতনক্রম- মাসিক 31,852 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে।
4. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান- ইলেকট্রিকাল (Assistant Foreman- Electrical)
শূন্যপদ – মোট 107 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা – মাধ্যমিক পাসের সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম- মাসিক 31,852 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে।
বয়সসীমা
উপরের সব পদের জন্য OBC দের জন্য সর্বোচ্চ বয়স 33 এবং বাকিদের জন্য সর্বোচ্চ বয়স 35 ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি
Computer Based Test এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
দেশের যে কোনো স্থানের কোল ফিল্ডের অফিসে প্রার্থীদের নিয়োগ করা হতে পারে।
আবেদন পদ্ধতি
অনলাইনে কোল ফিল্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
আবেদনের সময়সীমা
19.04.2023 তারিখের মধ্যে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ Online Application: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের DM অফিসে গ্রুপ-C ক্লারিকাল পোস্টে চাকরি
- রাজ্যের পৌরসভায় চুক্তিভিত্তিক পদে চাকরি
- রাজ্যে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি