ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে বিভিন্ন ধরনের গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন। অনলাইনে আবেদন করার পদ্ধতি এখানে আলোচনা করা হল।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- NIELIT/NDL/STQC/2023/2
যে পদে নিয়োগ করা হবে
1. ড্রাফটসম্যান “সি”/ Draftsman C
শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে মেকানিক্যালে ITI ডিপ্লোমা করে থাকতে হবে। সাথে 6 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা- 27 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 29200-92300 টাকা করে বেতন দেওয়া হবে।
2. ল্যাব অ্যাসিস্ট্যান্ট “বি” / Lab Assistant B
শূন্যপদ- 29 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 25500-81100 টাকা করে বেতন দেওয়া হবে।
3. ল্যাব অ্যাসিস্ট্যান্ট “এ” / Lab Assistant A
শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 19900-63200 টাকা বেতন দেওয়া হবে।
4. ট্রেডসম্যান “বি” / Tradesman B
শূন্যপদ- এখানে 26 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশের সাথে ITI ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যালে।
বয়সসীমা- 27 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- 19900-63200 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
5. হেল্পার “বি” / Helper B
শূন্যপদ- 24 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- 27 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 18000-56900 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের http://www.nielit.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।
আবেদন মূল্য
পুরুষ GEN, EWS, OBC প্রার্থীদের 200 টাকা করে দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শেষ হবে- 30/10/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 IACS এ গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি
👉 AIIMS এ গ্রুপ-সি পদে চাকরি! মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ESIC তে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, 30 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে