রাজ্যের কাজে চাকরি প্রার্থীদেরজন্য এক বিশাল বড় সুখবর। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কৃষি ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের গ্রেড A পদে নিয়োগ করা হবে।
গ্রেড A এর এই স্থায়ী চাকরির জন্য পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর ফালতু সময় নষ্ট না করে এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য।
নোটিশ নম্বরঃ 2/Grade A/2022-23
নোটিশ প্রকাশের তারিখঃ 18.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ জেনারেল (General)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ব্যাচেলরস ডিগ্রী থাকতে হবে অথবা পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি কিংবা পিএইচডি করা থাকলেও আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ 80 টি।
(2) পদের নামঃ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং (Agriculture Engineering)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলরস ডিগ্রি থাকতে হবে এছাড়াও পোস্ট গ্রাজুয়েট কিংবা পিএইচডি করা থাকলেও আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ 5 টি।
(3) পদের নামঃ ফিশারিশ (Fisheries)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিশারিশ সায়েন্সে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এছাড়াও পুরুষ ক্যাজুয়েট কিংবা পিএইচডি করা থাকলেও আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ 5 টি।
(4) পদের নামঃ ফরেস্ট্রি (Forestry)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফরেস্ট্রিতে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট করা থাকলেও আবেদন করার সুযোগ পাবেন
মোট শূন্যপদঃ 02 টি।
(5) পদের নামঃ ল্যান্ড ডেভেলপমেন্ট (Land Development)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার কিংবা সয়েল সায়েন্সে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট করা থাকলেও আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ 03 টি।
(6) পদের নামঃ হর্টিকালচার (Horticulture)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হর্টিকালচারে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট করা থাকলেও আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ 03 টি।
(7) পদের নামঃ সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট করা থাকলেও আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ 03 টি।
(8) পদের নামঃ এনভাইরনমেন্টাল সায়েন্স (Environmental Science)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এনভারমেন্টাল সায়েন্সে কিংবা এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট করা থাকলেও আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ 04 টি।
(9) পদের নামঃ ফাইনান্স (Finance)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফাইনান্সে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট করা থাকলেও আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ 03 টি।
(10) এছাড়াও কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি, এগ্রি মার্কেটি, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বেতনঃ
উপরিউক্ত সমস্ত পদের জন্য প্রতিমাসে 28150 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
01.07.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। SC, ST, OBC সহ অন্যান্য রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা।
- কম্পিউটার টেস্ট।
- মেরিট সেকশন ও নাম শর্টলিস্টেড।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.nabard.org তে আবেদন করতে হবে।
- সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ভোটার কার্ড বা আধার কার্ড।
- কম্পিউটার সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 18.07.2022 |
আবেদন শুরু | 18.07.2022 |
আবেদন শেষ | 07.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-