কেন্দ্র সরকারের বর্ডার সেকুরিটি ফোর্স (BSF)-এ গ্রুপ-B বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হল। এই মুহুর্তে অনলাইনে আবেদন চলছে। অনেকেই বর্ডার সেকুরিটি ফোর্সের গ্রুপ-বি পদে চাকরি করতে তাই। তাদের জন্য আজকের এই চাকরির নিয়োগের আপডেট।
ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের সব জেলা থেকে ইচ্ছুক ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)-এর অধীনে এই নিয়োগের সমস্ত প্রক্রিয়া চলবে।
গ্রুপ-B কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আবেদন করা যাবে, শুন্যপদ কয়টি আছে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তা নিচে জানানো হল। এক এক করে বিস্তারিত জেনে নিন, তারপর চাইলে আবেদন করুন।
নিয়োগের তথ্য (Recruitment Details)
(1) পদের নাম- Inspector (Architect)
বেতন- পে লেভেল 7 অনুযায়ী প্রতি মাসে 44,900 – 1,42,400 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে Architecture এর ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- Sub Inspector (Works)
বেতন- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400 – 1,12,400 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে তিন বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদ- 57 টি
(3) পদের নাম- Junior Engineer/Sub Inspector (Electrical)
বেতন-পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400 – 1,12,400 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে তিন বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদ- 32 টি
বয়সসীমাঃ
প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের কম থাকতে হবে।
বয়সের ছাড়ঃ
SC, ST শ্রেণিরা ৫ বছরের OBC শ্রেনিরা ৩ বছরের এবং অন্যান্য রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়াঃ
অফিসিয়াল নোটিশের ৫ নম্বর পেজে পদভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত জানানো হয়েছে। নিচের লিংকে ক্লিক করে নিয়োগের অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিন।
শারীরিক মাপঃ
Inspector (Architect)
মাপ | পুরুষ (Male) | মহিলা (Female) |
উচ্চতা | 165 সেন্টিমিটার | 157 সেন্টিমিটার |
বুকের মাপ | 81 সেন্টিমিটার (5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা) | Not Applicable |
ওজন | 50 কেজি | কমপক্ষে 46 কেজি (উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে) |
Sub Inspector (Works) এবং Junior Engineer/Sub Inspector (Electrical)
মাপ | পুরুষ (Male) | মহিলা (Female) |
উচ্চতা | 165 সেন্টিমিটার (পাহাড়ি উপজাতি এবং আদিবাসিরা 5 সেন্টিমিটারের ছাড় পাবে) | 157 সেন্টিমিটার |
বুকের মাপ | 76 সেন্টিমিটার (5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা) | Not Applicable |
ওজন | উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে। | কমপক্ষে 46 কেজি (উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে) |
আবেদন প্রক্রিয়াঃ
বর্ডার সিকুরিটি ফোর্স (BSF) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইট ওপেন করে আবেদন করার লিংকে ক্লিক করতে হবে। তারপর অনলাইনে তথ্য দিয়ে ফর্ম পূরন করতে হবে।
আবেদনকারীদের আবেদনের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হল। ঐ লিংকে ক্লিক করেই সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখঃ 08.06.2022
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update