কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে গ্রুপ-C অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, 35 হাজার 400 টাকা থেকে বেতন শুরু

Central Health Group C Assistant Recruitment

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর অধীনে গ্রুপ-সি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। ঠিক কোন কোন পদে এই নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে এবং কিভাবে আবেদন করতে হবে তা জেনে নিন। 

নোটিশ নং – A.12044/1/2023

নোটিশ প্রকাশ – 11.04.2023

1. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (Assistant) 

শূন্যপদ – এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েট হতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রিটিভ ক্ষেত্রে।

বয়সসীমা – 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।

বেতনক্রম – মাসিক 35,400 থেকে 1,12,400 টাকা করে বেতন দেওয়া হবে।

2. পদের নাম- অ্যাকাউন্ট অফিসার (Accounts Officer) 

শূন্যপদ – এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – SAS পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে অ্যাকাউন্ট এবং বাজেট ওয়ার্কে।

বয়সসীমা – 56 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 44,900/-থেকে 1,42,400 টাকা করে বেতন দেওয়া হবে।

3. পদের নাম- অ্যাকাউন্টট্যান্ট (Accountant) 

শূন্যপদ – এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে অ্যাকাউন্ট এবং বাজেট ওয়ার্কে।

বয়সসীমা – 56 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 35,400 থেকে 1,12,400 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে ডেপুটেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 6 নং পাতায় যে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।

আবেদন ফি

কেবলমাত্র জেনারেল পুরুষ প্রার্থীদের 300 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

“Dy. Director (Admin), The National Institute of Health and Family Welfare, Baba Gang Nath Marg, Munirka, New Delhi – 110067.”

আবেদনের সময়সীমা

আবেদন পাঠানোর শেষ দিন 30th May 2023।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇