রাজ্যের মৎস্য দফতরের চাকরিতে নিয়োগ চলছে, বেতন ৩৫ হাজার টাকা প্রতি মাসে (Apply Now)

Central Inland Fisheries Research Institute Recruitment

রাজ্যের মৎস্য দফতরে কর্মী নিয়োগ হবে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। “Captive Breeding of Hilsa, Tenualosa ilisha : Phase II” এই প্রজেক্টের আওতায় কর্মী নিয়োগ হবে তবে এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কেবল ইন্টারভিউয়ের ভিত্তিতেই প্রার্থীকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। নিয়োগের বাকি গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিচে থেকে একে একে দেখে নিন। 

যে সমস্ত পদে নিয়োগ হবে

(1) ইয়ং প্রফেশনাল (Young Professional- II)

(2) সিনিয়র রিসার্চ ফেলো (Senior Research Fellow) 

মোট শূন্যপদ

(1) ইয়ং প্রফেশনাল- 1 টি শূন্যপদে নিয়োগ হবে

(2) সিনিয়র রিসার্চ ফেলো- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

(1) ইয়ং প্রফেশনাল- Fisheries Resource Management/Aquaculture/Aquatic
Environment Management- বিষয়ে M.F.Sc ডিগ্রি করা থাকতে হবে। অথবা Fish and Fisheries Science বিষয়ে তিন বছরের M.Sc ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। 

(2) সিনিয়র রিসার্চ ফেলো- একোয়াকালচার / জেনেটিক্স এবং ব্রিডিং / ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট / ফিশ প্যাথলজি /ফিশ নিউট্রিশন নিয়ে M. F. Sc. করা থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অথবা, Zoology তে Ph.D. (Fish & Fisheries) এ স্পেশালাইজেশন থাকলে আবেদন করা যাবে। অথবা, Zoology তে M.Sc. (Fish & Fisheries) এ স্পেশালাইজেশন থাকলে এবং সাথে NET পাশ করে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

বয়সসীমা

এখানে উভয় পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা 21 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 45 বছর রাখা হয়েছে।

বেতনক্রম

(1) ইয়ং প্রফেশনাল- মাসিক বেতন হিসেবে 35,000 টাকা দেওয়া হবে।

(2) সিনিয়র রিসার্চ ফেলো- প্রার্থীকে মাসিক বেতন হিসেবে 31,000/- টাকা + HRA দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

ইয়ং প্রফেশনাল এবং সিনিয়র রিসার্চ ফেলো দুটি পোস্টের ক্ষেত্রেই এখানে প্রার্থী বাছাই করা হবে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

নিয়োগ স্থান

সাধারণ ভাবে প্রার্থীকে Head Office, ICAR-CIFRI, Barrackpore এ নিয়োগ করা হবে। তবে প্রয়োজন পড়লে অন্যত্র নিয়োগ করা হতে পারে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে একটি A4 পেপারে প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর ফর্মটি নিজের তথ্য দিয়ে যথাযথ ভাবে পূরণ করে ফেলতে হবে। ফর্মে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আটকাতে হবে। সাথে প্রয়োজনীয় সার্টিফিকেটের ফটোকপি তুলে পিডিএফ করে রাখতে হবে।

সব শেষে এই আবেদন পত্রটি [email protected] এখানে মেল করে পাঠিয়ে দিতে হবে। মেল পাঠানোর শেষ দিন ধার্য করা হয়েছে 28.03.2023 তারিখের বিকেল 5.00 টা, এর মধ্যে প্রার্থীদের মেল করে ফেলতে হবে। এখানে আবেদন করার জন্য কোনও আবেদন মূল্য রাখা হয়নি।

ইন্টারভিউ স্থান ও তারিখ

ইচ্ছুক প্রার্থীদের Head Office, ICAR-CIFRI, Barrackpore, Kolkata-700120 এই ঠিকানায় 31.03.2023 তারিখে সকাল 11.30 টার মধ্যে রিপোর্ট করে ইন্টারভিউ দিতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ 1: Download

অফিসিয়াল নোটিশ 2: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇