সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, 24 সেপ্টেম্বর অবধি আবেদন চলবে | Central Warehouse Corporation Recruitment 2023

Central Warehousing Corporation Recruitment 2023

সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশন (CWC) হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা, এরা কৃষি উপকরণ, পণ্য ইত্যাদির জন্য বিজ্ঞান সম্মত স্টোরেজের সুবিধা প্রদান করে থাকে। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অনেক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- CWC/1-Manpower/DR/Rectt/2023/01

যে পদে নিয়োগ করা হবে

1. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) / Assistant Engineer (Civil)

শূন্যপদ- এখানে মোট 18 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 40000-140000 টাকা করে বেতন দেওয়া হবে।
2. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) / Assistant Engineer (Electrical)

শূন্যপদ- এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 40000-140000 টাকা করে বেতন দেওয়া হবে।

3. অ্যাকাউন্টেন্ট / Accountant

শূন্যপদ- এখানে মোট 24 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের B. com অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 40000-140000 টাকা করে বেতন দেওয়া হবে।

4. সুপারিনটেনডেন্ট / Superintendent

শূন্যপদ- এখানে মোট 11 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয় নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 40000-140000 টাকা করে বেতন দেওয়া হবে।

5. জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Junior Technical Assistant

শূন্যপদ- এখানে মোট 81 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের এগ্রিকালচার অথবা জুওলজি এবং কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 29000-93000 টাকা করে বেতন দেওয়া হবে।

6. সুপারিনটেনডেন্ট / Superintendent

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয় নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 40000-140000 টাকা করে বেতন দেওয়া হবে।

7. জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Junior Technical Assistant

শূন্যপদ- এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের এগ্রিকালচার অথবা জুওলজি এবং কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 29000-93000 টাকা করে বেতন দেওয়া হবে।

8. জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Junior TechnicalAssistant

শূন্যপদ- এখানে মোট 02 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের এগ্রিকালচার অথবা জুওলজি এবং কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 29000-93000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.cewacor.nic.in. এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। সব শেষে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

SC/ST/PWD/Women পরীক্ষার্থীদের 400 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে। এছাড়া অন্যান্য পরীক্ষার্থীদের 1250 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের সময়সীমা

24/09/2023 তারিখের মধ্যে এখানে অনলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 উচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে দূরদর্শন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

👉 NUJS এ গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরির বিজ্ঞপ্তি

👉 দীর্ঘ ৭ বছর পর SSC শিক্ষক নিয়োগের আপডেট! রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি

👉 HSCC তে ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 60 হাজার টাকা

👉 2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি

Previous articleহিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleইন্টারভিউয়ের মাধ্যমে রেল বিকাশ নিগমে চাকরির বিজ্ঞপ্তি, তাড়াতাড়ি আবেদন করুন | Rail Vikas Nigam Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here