রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! পশ্চিম মেদিনীপুর জেলার চাইল্ড কেয়ার ইন্সটিটিউটে বিভিন্ন পদে কেবলমাত্র মহিলা কর্মী নিয়োগ করা হবে জানিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে।
চুক্তি ভিত্তিক পদে এখানে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
নোটিশ নং- 334/DCPU/SW
নোটিশ প্রকাশ- 21/07/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
1) পদের নাম- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার / Child Welfare Officer
মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে LLB ডিগ্রি, অথবা সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশ্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে চাইল্ড ওয়েলফেয়ারে নূন্যতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 23,170 টাকা বেতন হিসেবে পাবেন।
2) পদের নাম- হাউস মাদার / House Mother
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানেও কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ারে।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 14,564 টাকা বেতন দেওয়া হবে।
3) পদের নাম- কুক / Cook
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
4) পদের নাম- হেল্পার-কাম-নাইটগার্ড / Helper-Cum-Night Guard
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
5) পদের নাম- নার্স / Nurse
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। থাকতে হবে 2 বছরের কাজের অভিজ্ঞতাও।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
1 নং পোস্টের জন্য এখানে 80 নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের একটি কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের একটি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
2 নং পোস্টের জন্য 80 নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। অন্যান্য পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
এখানে আবেদন করতে হবে অফলাইনে। এখানে নিজের সিভি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় করে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
District Child Protection Unit (DCPU) under Social Welfare Section, Collectorate, PO.- Midnapore, Dist.- Paschim Medinipur, Pin.- 721101, West Bengal।
আবেদনের সময়সীমা
7 অগাস্ট, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
পরীক্ষার তারিখ
26/08/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদে চাকরি
- কেন্দ্রে বাণিজ্য ও শিল্প দফতরে কর্মী নিয়োগ
- স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে অনেকগুলি পদে চাকরি
- রাজ্যে জেল পুলিশ নিয়োগ ২০২৩
- WBPSC এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি