চাইল্ড হেল্পলাইন সার্ভিসে শূন্যপদে কর্মী হিসাবে যোগদান করার জন্য যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। বেশ কয়েকটি জেলাতে শূন্যপদ রয়েছে। এখানের আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 1273/CRT
নোটিশ প্রকাশের তারিখ- 04/08/2023
1. স্থান: হেড কোয়ার্টার
পদের নাম: চাইল্ড হেল্পলাইন অ্যাডমিনিস্ট্রেটর / Child Helpline Administrator
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Law/ Social Work/ Sociology /Social Science / Psychology তে মাস্টার্স করে থাকতে হবে প্রার্থীদের। 5 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়সসীমা- 18 থেকে 45 মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 46,340 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
2. স্থান: জেলা ইউনিট
i) পদের নাম: প্রজেক্ট কোর্অডিনেটর / Project Coordinator
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Law/ Social Work/ Sociology /Social Science / Psychology তে মাস্টার্স করে থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা- 18 থেকে 45 মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 35,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
ii) পদের নাম: কাউন্সেলর / Counselor
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Law/ Social Work/ Sociology /Social Science / Psychology তে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে প্রার্থীদের। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতাও প্রয়োজন।
বয়সসীমা- 18 থেকে 45 মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 18,536 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
iii) পদের নাম: চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার / Child Helpline Supervisor
শূন্যপদ- এখানে 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Social Work / Computer Sciences / Information Technology/ Community Sociology/Social Science এ গ্র্যাজুয়েশন করে থাকতে হবে প্রার্থীদের। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা- 18 থেকে 45 মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 18,536 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
iv) পদের নাম: কেস ওয়ার্কার / Case Worker
শূন্যপদ- এখানে 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। এর সাথে, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা- 18 থেকে 45 মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 12,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
3. স্থান: রেলওয়ে এবং বাসস্ট্যান্ড
পদের নাম: চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার / Child Helpline Supervisor
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Social Work / Computer Sciences / Information Technology/ Community Sociology/Social Science এ গ্র্যাজুয়েশন করে থাকতে হবে প্রার্থীদের। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা- 18 থেকে 45 মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 18,536 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
কেস ওয়ার্কার / Case Worker
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। এর সাথে, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা- 18 থেকে 45 মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 12,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
মনোনীত প্রার্থীকে কলকাতা অফিসে নিয়োগ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.wbcdwdsw.gov.in
ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন হল 21/08/2023 তারিখের 6 pm
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-D পদে চাকরি
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHA পদে চাকরি
👉 কল্যাণী AIIMS এ গ্রুপ-A এবং টিচিং পদে কর্মী নিয়োগ
👉 রাজ্যে কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি
👉 মাধ্যমিক পাশে ৩০ হাজার শূন্যপদে পোস্ট অফিসে নিয়োগ
👉 1500 টি শূন্যপদে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHO পদে চাকরি