রাজ্যের শিশু সুরক্ষা কার্য্যালয়ে গ্রুপ-সি কর্মী নিয়োগ, 18 হাজার 536 টাকা মাসিক বেতন

Child Protection Unit Group C Recruitment

রাজ্যের Child Protection Unit অর্থাৎ শিশু সুরক্ষা কার্য্যালয়ে গ্রুপ-সি লেভেলের কর্মী নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে নিয়োগটি করানো হবে। তবে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরপ্রার্থীরা আবেদন জানাতে পারেব। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। আবেদন করার আগে বিস্তারিত একবার ভালো করে জেনে নেবেন। 

যে পদে নিয়োগ হবে

1. ডাটা অ্যানালিস্ট (Data Analyst)

2. আউট রিচ ওয়ার্কার (Out Reach Worker- ORW)

মোট শূন্যপদ

1. Data Analyst- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

2. Out Reach Worker (ORW)- এখানে মোট 2 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা

1. Data Analyst- যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Statistics/ Mathematics/Economics/Computer Application (BCA) এ স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। কম্পিউটারে দক্ষ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

2. Out Reach Worker (ORW)- আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে ভালো কমিউনিকেশন করার দক্ষতা থাকতে হবে। কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

বয়সসীমা

এখানে দুটি পদের জন্যই 18 বছর থেকে 35 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতনক্রম

1. Data Analyst- এই পদের জন্য প্রার্থীদের 18,536 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

2. Out Reach Worker (ORW)- এই পদের জন্য প্রার্থীরা 12,000 টাকা বেতন হিসেবে পাবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। CBT তে 80 টি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান হবে 80 নম্বর। এখানে English -20, G.K.& Current Affairs-30, Math & Reasoning-30 টপিকগুলি থেকে প্রশ্ন আসবে। CBT তে ভালো ফল করা পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

নিয়োগ স্থান

District Magistrate (Social Welfare Section), Paschim Bardhaman, Civil Defence Building, 1st Floor. Vivekananda Sarani, Asansol-713305 এখানে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে প্রার্থীদের। www.paschimbardhaman.gov.in এই ওয়েবসাইটে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে।

সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে ফর্ম সহ সমস্ত ডকুমেন্টের PDF ফাইলটি মেল করে দিতে হবে নীচের মেল আইডিতে।
[email protected]

আবেদনের সময়সীমা

05th April, 2023 তারিখ বিকেল 5.00 টার মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇