রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। জলপাইগুড়ি জেলার DM অফিসের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, প্যারামেডিকেল স্টাফ, কাউন্সিলর, হাউসকিপার সহ বিভিন্ন গ্রুপ ডি পদে স্টাফ নিয়োগ হবে।
রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে। আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরই আবেদন করতে পারবে। রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো।
নোটিশ নম্বরঃ 312
নোটিশ প্রকাশের তারিখঃ 09.06.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (Child Welfare Officer)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 19,250 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদের জন্য সোশ্যাল ওয়ার্ক / ফিজিওলজি / সোশিওলজিতে স্নাতক হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(2) পদের নামঃ কাউন্সিলর (Counsellor)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 19,250 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 24 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ কাউন্সিলর পদের জন্য সোশ্যাল ওয়ার্ক / ফিজিওলজি / সোশল সাইন্সে স্নাতক হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(3) পদের নামঃ প্যারামেডিকেল স্টাফ (Paramedical Staff)
বেতনঃ প্যারামেডিকেল স্টাফ পদের জন্য প্রতিমাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 24 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ প্যারামেডিকেল স্টাফ পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং নার্সিং বা ফার্মাসিতে ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়াও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(4) পদের নামঃ হাউসকিপার (Housekeeper)
বেতনঃ হাউসকিপার পদের জন্য প্রতিমাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ হাউসকিপার পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ হাউজকিপার পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(5) পদের নামঃ হাউস ফাদার (House Father)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ হাউস ফাদার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
উপরিউক্ত সমস্ত পদের জন্য প্রার্থীদের কয়েকটি পর্যায়ে নির্বাচন করা হবে। যথা –
- লিখিত পরীক্ষা।
- কম্পিউটার টেস্ট।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
- রাজ্যের শিশু সুরক্ষা দপ্তর আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্র যোগ করতে হবে।
- শেষে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- সেল্ফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
- অভিজ্ঞতা শংসাপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
District Social Welfare Officer, Social Welfare Section, Collectorate Building, Ground Floor, Jalpaiguri.
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 09.06.2022 |
আবেদন শুরু | 09.06.2022 |
আবেদন শেষ | 30.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-