চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটে ওরাল অঙ্কোলজি বিভাগে ক্লিনিকাল অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। এখানকার নিয়োগটি 6 মাসের চুক্তিতে করানো হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- N-454/2023
নোটিশ প্রকাশের তারিখ- 25.10.2023
যে পদে নিয়োগ হবে
ক্লিনিকাল অ্যাসোসিয়েট / Clinical Associate
শূন্যপদ
এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের M.S/D.N.B. (ENT) অথবা M.S/D.N.B. (General Surgery) / M.D.S. (Maxillofacial Surgery) এ ডিগ্রি করে থাকতে হবে।
মাসিক বেতন
মাসিক 50,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
ওয়াক ইন ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 2 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।
এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে। সাথে দিতে হবে 200 টাকা মূল্যের ডিমান্ড ড্রাফট।
ইন্টারভিউয়ের দিন এবং সময়
এখানে ইন্টারভিউ নেওয়া হবে 22.11.2023 তারিখের, সকাল 11.00 থেকে।
ইন্টারভিউ স্থানের ঠিকানা
1st Campus of Chittaranjan National Cancer Institute,
37, S. P. Mukherjee Road, Kolkata – 700 026
(1st Floor Conference Room)
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ভারতের ইস্পাত সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি , 25 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে
👉 এই কোর্স করলেই মিলবে কৃষি ব্যবসার লাইসেন্স! নিজে করতে পারবেন ব্যবসা
👉 উচ্চ মাধ্যমিক পাশে ডেন্টাল টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে চাকরি, 22 হাজার টাকা মাসিক বেতন
👉 তাপবিদ্যুৎ কেন্দ্রে এক্সিকিউটিভ পদে চাকরি, 16 নভেম্বর অবধি আবেদন চলবে
👉 রাজ্যের প্রাইমারি স্কুলে গ্রুপ-ডি ও ক্লার্ক পদে নিয়োগ! অষ্টম ও মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি