রাজ্যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, রাজ্যের জলদপ্তরে নিয়োগ

CIBA Field Assistant Recruitment

পশ্চিমবঙ্গের কাকদ্বীপ রিসার্চ সেন্টারে (জলদপ্তরে) ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। Scheduled Caste Sub Plan (SCSP)/ Tribal Sub-Plan (TSP) Programmes এর অধীনে এই নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

কোথায়, কবে ইন্টারভিউ হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবেন তা জেনে নিন। তারপর চাইলে আবেদন করুন।

পশ্চিমবঙ্গের সব জেলার ছেলে-মেয়ে সকল চাকরিপ্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। নিচে এই নিয়োগের সম্পর্কিত সমস্ত বিষয় জানানো হল।

CIBA Field Assistant Recruitment

পদের নামঃ  ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (Field Assistants)

বেতনঃ  প্রতি মাসে 12,000 টাকা 

বয়সসীমাঃ  পুরুষ আবেদনকারীর বয়স হতে হবে 18-35 বছর। মহিলা আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছর। SC, ST, OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ  মাধ্যমিক পাশ করা থাকতে হবে। 

শুন্যপদঃ  2 টি

নিয়োগ প্রক্রিয়াঃ  ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবেনা। 

ইন্টারভিউয়ের তারিখঃ  08.06.2022

ইন্টারভিউয়ের স্থানঃ  Kakdwip Research Centre of CIBA, Kakdwip, South 24 Parganas, W.B.

চাকরির ধরনঃ  কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ 

আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য দরকারি তথ্য দিয়ে একটি বায়োডাটা বা কারিকুলাম ভাইটা বানাতে হবে। 

অফিসিয়াল নোটিশের শেষের পেজে একটি ফর্ম দেওয়া আছে। নোটিশ ডাউনলোড করে ঐ ফর্মটি A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। 

এরপর বায়োডাটা, অ্যাপ্লিকেশন ফর্ম এবং দরকারি সার্টিফিকেটগুলিকে একসাথে নিয়ে একটি PDF ফাইল বানাতে হবে। ঐ PDF টিকে একটি ইমেলে পাঠাতে হবে।

আবেদনপত্রের PDF পাঠানোর ইমেলঃ  [email protected] অথবা [email protected]

আবেদন করার শেষ তারিখঃ  06 মে 2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-