সেন্ট্রাল ইন্সটিটিউট অফ পেট্রোকেমিকালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (Central Institute of Petrochemicals Engineering & Technology) অর্থাৎ CIPET এর তরফে বেশ কয়েকটি বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এখানে গ্রুপ-বি (Group B) এবং গ্রুপ সি (Group C) পদে প্রার্থী নিয়োগ করা হবে। পদ গুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।
নোটিশ নং – CIPET/HO-AI/02/2023
নোটিশ প্রকাশ – 12.04.2023
1. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার / Assistant Technical Officer
শূন্যপদ – এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – Mech/ Chem/Polymer Technology তে ফার্স্ট ক্লাস ডিগ্রি এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।
বয়সসীমা – 32 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।
বেতনক্রম – মাসিক 44900 টাকা করে বেতন দেওয়া হবে।
2. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট অফিসার / Assistant Officer (F&A)
শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের B.Com এবং MBA (Finance) ডিগ্রির সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে।
বয়সসীমা – 32 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।
বেতনক্রম – মাসিক 44900 টাকা করে বেতন দেওয়া হবে।
3. পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Technical Assistant
শূন্যপদ – এখানে মোট 20 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Mech. / DPMT/ DPT/ PGDPTQC/PGDPPT/PDPMD তে ডিপ্লোমা এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে।
বয়সসীমা – 32 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।
বেতনক্রম – মাসিক 21700 টাকা করে বেতন দেওয়া হবে।
4. পদের নাম- অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট / Administrative Assistant
শূন্যপদ – এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করার সাথে 2 বছরের অফিস কমিউনিকেশনে কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা – 32 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।
বেতনক্রম – মাসিক 21700 টাকা করে বেতন দেওয়া হবে।
5. পদের নাম- অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট / Accounts Assistant
শূন্যপদ – এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কমার্স গ্র্যাজুয়েট এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – 32 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।
বেতনক্রম – মাসিক 21700 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
“Director (Administration), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032”
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পাঠানোর শেষ দিন 29th May 2023.
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- দীর্ঘ দিন পর রাজ্যের মাদ্রাসা গুলিতে গ্রুপ-ডি, ক্লার্ক, শিক্ষক নিয়োগ
- ইউনিয়ন ব্যাঙ্কে ক্লার্ক এর চাকরি
- রাজ্যে ন্যাশনাল হেলথ প্রোগ্রামে চাকরি