অনেকগুলি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে চাকরি, উচ্চমাধ্যমিক (HS) পাশে আবেদন করতে হবে

CISF Assistant Sub Inspector and Head Constable Recruitment

পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এলাম নতুন চাকরির আপডেট। ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অন্তর্গত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সেকুরিটি ফোর্স (CISF)- এ অনেক সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

এই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় আবেদনকারী প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এখানে কর্মরত চাকরিপ্রার্থীরা Defined Contributory Pension System অনুযায়ী পেনশনারি সুবিধা পাবেন। তাই এই চাকরিটির জন্য আপনি চাইলে আবেদন করতে পারবেন। 

আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার আগে অবশ্যই একবার আবেদন কিভাবে করতে হবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, মোট কটি শূন্যপদে নিয়োগ করা হবে, বয়সসীমা কি থাকতে হবে প্রভৃতি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

CISF Assistant Sub Inspector and Head Constable Recruitment

CISF Assistant Sub Inspector and Head Constable Recruitment

নোটিশ নম্বরঃ CBC19113/11/0003/2223

নোটিশ প্রকাশের তারিখঃ 26.08.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের বিস্তারিত তথ্য (Post Details)

(1) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর- স্টেনোগ্রাফার (Assistant Sub Inspector- Stenographer )

মোট শূন্যপদঃ 122 টি।

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 টাকা বেতন দেওয়া হবে।

(2) পদের নামঃ হেড কনস্টেবল (Head Constable – Ministerial)

মোট শূন্যপদঃ 418 টি।

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল এই দুই পদের জন্যই প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ হতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ
  • অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য 10 মিনিটে প্রতি মিনিটে 80 টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
  • হেড কনস্টেবল পদের জন্য কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে।
  • পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার উচ্চতা এবং মহিলাদের ক্ষেত্রে 155 মিটার উচ্চতা অবশ্যই লাগবে।
  • পুরুষদের ক্ষেত্রে চেস্ট 77 থেকে 82 সেন্টিমিটার হতে হবে।
বয়সসীমাঃ

25.10.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর জন্ম তারিখ 26.10.1997 এবং 25.10.2004 তারিখের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতিঃ

প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নির্বাচিত করা হবে।

  • ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট।
  • হাইট বার টেস্ট।
  • শিক্ষাগত যোগ্যতার নম্বর।
  • লিখিত পরীক্ষা।
  • স্কিল টেস্ট।

লিখিত পরীক্ষা অনলাইনের মাধ্যমে কম্পিউটার বেসড হবে।

পরীক্ষার পূর্ণমান 100 নম্বর এবং প্রতিটি প্রশ্নের মান 1। লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে 2 ঘন্টা। পরীক্ষার ভাষা হবে ইংলিশ কিংবা হিন্দি।

আবেদন পদ্ধতিঃ
  • উক্ত পদগুলির জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি বিস্তারে জানানো হয়েছে ও আবেদন করার লিংকটি দেওয়া হয়েছে।
  • প্রথমে আবেদন করার লিংকটি থেকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগইন করতে হবে। 
  • লগ ইন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে আবেদন করার সময় দরকারি ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। 

👍 এই চাকরির নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন। 

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • বয়সের প্রমাণপত্র।
  • আধার বা ভোটার আইডি কার্ড।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • মেডিকেল সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 26.09.2022
আবেদন শুরু 26.09.2022
আবেদন শেষ 25.10.2022 

👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now 

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যের কোষাগার দপ্তরে একেবারে নতুন চাকরি

🎯 ইন্ডিয়ান পোস্ট অফিস দপ্তরে দারুন চাকরি

🎯 গ্রুপ-C আপার ডিভিশন ক্লার্ক, DEO, স্টোর কিপার ইত্যাদি পদে চাকরি