কেন্দ্রীয় সরকারের CISF অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে ইতিমধ্যেই অনেকগুলি শূন্যপদে দমকল কনস্টেবল (Constable- Driver Cum Pump Operator) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই চাকরির ক্ষেত্রে প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে।
এটি All India Vacancy Job হওয়ার কারনে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবাইকে আবেদন করতে হবে।
এই নিয়োগ সম্পর্কে আরো তথ্য জানতে নিচের প্রতিবেদনটি বিস্তারিত করুন। নিচের প্রতিবেদনে পদের নাম, বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি সহ আরও সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে।
CISF Constable Driver Cum Pump Operator Recruitment
(1) পদের নামঃ কনস্টেবল – ড্রাইভার (Constable – Driver)
মোট শূন্যপদঃ 183 টি।
(2) পদের নামঃ কনস্টেবল – ড্রাইভার কাম পাম্প অপারেটর (Constable – Driver Cum Pump Operator)
মোট শূন্যপদঃ 268 টি।
বেতন
উপরের দুটি পদের ক্ষেত্রে প্রতিমাসে পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
উপরের দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও 3 বছরের অভিজ্ঞতা সহ ভারী মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স 22.02.2023 তারিখ অনুযায়ী 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে।
- ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট
- ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট
- লিখিত পরীক্ষা
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
আবেদন পদ্ধতি
ওপরে দুটি পদের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে তা নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।
- সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট www.cisfrectt.in এ প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্ট আইডিও পাসওয়ার্ড দিয়ে লগইন হতে হবে।
- তারপরে আবেদনপত্রটি নির্দিষ্ট পদ অনুযায়ী নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণের পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আরো একবার ভালোভাবে চেক করে নিয়ে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 23.01.2023 |
আবেদন শুরু | 23.01.2023 |
আবেদন শেষ | 22.02.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল নোটিস- Download
আবেদন করার লিংক- Click Here
ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 মিশন নির্মল বাংলা প্রকল্পে চাকরি
🎯 সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি