যারা কেন্দ্র সরকারের ডিফেন্সে চাকরি করতে চাই তাদের জন্য নিয়োগের দারুন একটি আপডেট। CISF অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সেকুরিটি ফোর্সে GD হেড কনস্টেবল নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটির সম্পর্কে আজকে আমরা বিস্তারে জানাবো।
ছেলে এবং মেয়ে সকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চান তারা অবশ্যই একবার নিয়োগের বিষয়ে সব কিছু ঠিক করে জেনে তারপর আবেদন করবেন।
CISF GD Head Constable Recruitment 2022
পদের নামঃ CISF GD হেড কনস্টেবল
বেতনঃ কেন্দ্র সরকারের পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা
বয়সসীমাঃ 01.08.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 23 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক স্তরে Games, Sports এবং Athletics- এ অংশগ্রহন করে থাকতে হবে।
শুন্যপদঃ 249 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
নিম্নলিখিত বেশ কয়েকটি স্টেপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-
(1) PHYSICAL STANDARD TEST (PST)
(2) DOCUMENTATION
(3) TRIAL TEST
(4) PROFICIENCY TEST
(5) DRAWAL OF FINAL SELECT LIST
(6) MEDICAL EXAMINATION
শারীরিক মাপঃ
আবেদন প্রক্রিয়াঃ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করার ফর্মটি পাওয়া যাবে অফিসিয়াল নোটিশে। অফিসিয়াল নোটিশের ১৯ নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে।
তাই প্রথমে অফিসিয়াল নোটিশটির PDF ডাউনলোড করে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি ফিল আপ করে Sports এর বিভাগ অনুযায়ী নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
বিঃদ্রঃ অফিসিয়াল নোটিশের ১১ নম্বর পেজে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া আছে। Sports এর বিভাগ অনুযায়ী ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে।
আবেদন ফিঃ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 100 টাকার আবেদন ফি জমা করতে হবে। SC, ST এবং মহিলা আবেদনকারীদের আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখঃ 31.03.2022
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update