প্রতিদিনের মতো আজকেও রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এক নতুন চাকরির আপডেট নিয়ে উপস্থিত হলাম। সম্প্রতি রাজ্যের একটি জেলার ডিস্ট্রক্ট ম্যাজিস্ট্রেট (DM) অফিস থেকে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকগুলি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
ক্লার্ক পদের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অর্ন্তভুক্ত পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আগেই জানিয়ে রাখা ভালো এই নিয়োগটি সম্পুর্ণ চুক্তি ভিত্তিতে করা হবে।
আর বেশি সময় নষ্ট না করে চলুন এক এক করে জেনে নিই ক্লার্ক পদের জন্য আবেদন করতে হলে যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা কত, বয়সসীমা কত, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের বিবরন। এই প্রতিবেদনে মাধ্যমে আপনি সমস্ত বিবরণ এক নজরে সহজে দেখে নিতে পারবেন। নিচে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটিও দেওয়া হল।
Clerk Recruitment in DM Office Murshidabad
নোটিশ নম্বরঃ 791/1(39)/Estt.-FN-31
নোটিশ প্রকাশের তারিখঃ 12.10.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ ক্লার্ক (Clerk)
বেতনঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে, এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 10,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ক্লার্ক পদের এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই সরকারি অবসরপ্রাপ্ত (Government Retired Person) কর্মী হতে হবে। এর সঙ্গে যথেষ্ট কম্পিউটার এবং ক্লার্কের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেইসাথে আবেদনকারী চাকরিপ্রার্থীকে মেডিকেল ও ফিজিক্যালি দিক থেকে ফিট থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বোচ্চ 64 বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতিঃ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
অফলাইনে আবেদন করার জন্য প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।
এরপর ডাউনলোড করা নোটিশের 3 নং পেজে অবস্থিত আবেদনপত্রটি একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
এরপরে প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
প্রয়োজনে নথিপত্র গুলি জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- কম্পিউটার সার্টিফিকেট।
- আবেদন প্রার্থীর সিগনেচার।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Office of The District Magistrate & Collector, Murshidabad cantonment Road, P.O & P.S – Berhampur, District – Murshidabad, Pin – 722101.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 12.10.2022 |
আবেদন শুরু | 12.10.2022 |
আবেদন শেষ | 14.11.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন- Click Here
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে ৮ পাশে এবং উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মী নিয়োগ