এইএকের পর এক সরকারি চাকরির নোটিশ জারি করছে কেন্দ্র। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে এবার নিয়োগ হতে চলেছে ক্লার্কশিপে। এর আগে ক্লার্কশিপে শেষ নিয়োগ হয়েছিল 2019 সালে। এই বছর ফের ক্লার্কশিপে নিয়োগের প্রস্তুতি শুরু করছে কমিশন। পুজোর মুখেই এমন সুখবরে স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা।
ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে পিএসসি রাজ্যের সরকারি অফিসগুলিতে কর্মী নিয়োগ করে থাকে। চাকরিপ্রার্থীদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ, এলডিএ পদে নিয়োগ করা হয়। 2019 সালের পর ফের 2023 সালে ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।
পরীক্ষা নিয়ে পিএসসি-র তরফে প্রাথমিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এখনই চূড়ান্ত কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি। যদিও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তাই শূন্যপদ ঠিক কতগুলি থাকছে সেই সম্পর্কে এখনই পিএসসির তরফে কোনো তথ্য না দেওয়া হলেও আনুমানিক ভাবে এই বছর মোটামুটি 4 থেকে 5 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হতে পারেই মনে করা হচ্ছে।
সাড়ে চার বছর আগে, 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষা থেকে রাজ্যের প্রায় 6500 জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। বিভিন্ন সরকারি দফতরের সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক অফিস পর্যায়ে সফল প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। যদিও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক বেশি সময় নিয়েছিল পিএসসি।
তাই চূড়ান্ত প্যানেলে নাম থাকা বেশ কয়েকজন প্রার্থী এই চাকরিতে যোগদান করেননি। শূন্য পড়ে থাকা সেই সমস্ত পদ পূরণের জন্য পিএসসি সম্প্রতি 75 জনের একটি তালিকা প্রকাশ করেছে। বর্তমানে ওই তালিকায় নাম থাকা প্রার্থীদের জয়েনিং প্রক্রিয়া চলছে।
এছাড়াও আগামী বছরে ফুড এস আই, মিসেলেনিয়াস পরীক্ষা নেওয়া হবে। ফুড এস আইয়ের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। বর্তমানে মিসেলেনিয়াস পরীক্ষার আবেদন চলছে। এর পরে গ্রুপ-ডি স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে।
সব মিলিয়ে ভোটের আগে বেশ বড়ো অঙ্কের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। বদল এসেছে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) বোর্ডেও। রাজ্যের তরফে ইতিমধ্যেই এসএসসি সচিব পদে একজন ডব্লুবিসিএস অফিসারকে নিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ক্লার্কশিপ পরীক্ষায় বসার জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে৷ আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে প্রার্থীদের।
নূন্যতম 18 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে চাকরি পাবার পর পে লেভেল 6 অনুযায়ী প্রতিমাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের। এর সাথে, D.A. H.R.A সহ অন্যান্য সুবিধাও মিলবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 496 শূন্যপদে ভারতীয় এয়ারপোর্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, 40 হাজার টাকা মাসিক বেতন
👉 ভারতীয় আর্মিতে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ