রাজ্যের আলিপুরদুয়ার জেলাতে চিফ মেডিকেল অফিসারের অফিসে বেশ কয়েক ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এই নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- DH & FWS/APD/2023-24/No. 620
নোটিশ প্রকাশ- 03.10.2023
যে পদে নিয়োগ করা হবে
1. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ANM এবং GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে পূর্ব মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।
2. মেডিকেল অফিসার / Medical Officer
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- MBBS গ্র্যাজুয়েট এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 67 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে।
3. স্পেশালিস্ট মেডিকেল অফিসার / Special Medical Officer
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে। এখানে Paediatrics, বিভাগের শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- MBBS গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিষয়ে MD / DNB সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 67 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 70,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে পাঠাতে হবে ডিমান্ড ড্রাফট।
আবেদন পাঠাবার ঠিকানা
The Office CMOH& Member Secretary , DH&FWS Babupara, Maya Talkies Road, Ward No-12, District- Alipurduar, Pin – 736121
আবেদন মূল্য
জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
12/10/2023 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 উচ্চ মাধ্যমিক পাশে NBEMS এ গ্রুপ-সি পদে চাকরি, অনলাইনের মাধ্যমে 20 অক্টোবর পর্যন্ত আবেদন চলবে
👉 পরীক্ষা সঠিক সময়েই হবে আর স্বচ্ছতার সাথেই হবে, গুরুত্বপূর্ণ কথা বললেন শিক্ষামন্ত্রী
👉 রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 দামোদর ভ্যালি কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে