রাজ্যে CMOH এ অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন | CMOH Recruitment 2023

CMOH Recruitment 2023

রাজ্যের আলিপুরদুয়ার জেলাতে চিফ মেডিকেল অফিসার অফ হেল্‌থ (CMOH) অফিসে বেশ কয়েক ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এই নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- DH & FWS/APD/2023-24/No. 569

নোটিশ প্রকাশ- 13.09.2023

যে পদে নিয়োগ হবে

1. সাইকিয়াট্রিক নার্স / Psychiatric Nurse

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- B. Sc. Psychiatric Nurse/M.Sc. Psychiatric Nursing / DPN থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 28,000 টাকা বেতন দেওয়া হবে।

2. কাউন্সেলর / Counsellor

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- সোশ্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতার পাশাপাশি আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- মাসিক 20,000 টাকা বেতন দেওয়া হবে।

3. কমিউনিটি নার্স / Community Nurse

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

4. ক্লিনিকাল সাইকোলজিস্ট / Clinical Psychologist

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ক্লিনিকাল সাইকোলজি নিয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 1 বছরের কাজের অভিজ্ঞতার পাশাপাশি আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে।

5. অপথ্যালমিক অ্যাসিস্টেন্ট / Ophthalmic Assistant

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের সাথে Optometry and Ophthalmic Technique ডিপ্লোমা কোর্সটি করে থাকতে হবে।

বয়সসীমা- 40 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- 18,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

6. স্টাফ নার্স

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

7. ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার / Block Account Manager

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে।

বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 26,000 টাকা বেতন দেওয়া হবে।

এছাড়াও এখানে ডেন্টাল হাইজিনিস্ট, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাব সুপারভাইজার এবং সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার ইত্যাদি পদ রয়েছে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
সাথে পাঠাতে হবে ডিমান্ড ড্রাফট।

আবেদন পাঠাবার ঠিকানা

The Office CMOH& Member Secretary , DH&FWS Babupara, Maya Talkies Road, Ward No-12, District- Alipurduar, Pin – 736121

আবেদন মূল্য

জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

27/09/2023 তারিখের 05:00 PM এর মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 কল্যানী AIIMS এ গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, মোট 22 ধরনের পদে কর্মী নিয়োগ

👉 পশ্চিমবঙ্গের 6টি জেলায় এডুকেশন সুপারভাইজার পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

👉 মাধ্যমিক পাশে রাজ্যে টিকিট সেলার নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 D.El.Ed এ ভর্তির নিয়মে বদল! এবার থেকে কলেজগুলিকে মানতে হবে নতুন এই নিয়ম

👉 ডিস্ট্রিক্ট কোর্টে স্টেনোগ্রাফার হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 37 হাজার 100 টাকা

Previous article560 টি শূন্যপদে ভারতীয় কয়লা সংস্থায় কর্মী নিয়োগ, মাসিক বেতন 50 হাজার টাকা | Coal India Recruitment 2023
Next articleরাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here