পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ (Murshidabad) জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস (CMOH) এর তরফ থেকে ইতিমধ্যে আবার নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মুর্শিদাবাদ জেলাতে নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করা যাচ্ছে।
আজকের এই নিয়োগের সবথেকে ভালো দিক হলো সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে সকল চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে।
তাই কিভাবে আবেদন করবেন, কোন পদের জন্য যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা কত, কি কি পদে নিয়োগ হবে ইত্যাদি যাবতীয় তথ্য জানতে নিচের প্রতিবেদনটি বিস্তারিতভাবে পড়ুন। এই নিয়োগ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে এক এক করে জানানো হয়েছে।
CMOH Murshidabad Recruitment 2022
নোটিশ নম্বরঃ CM-MSD/8208
নোটিশ প্রকাশের তারিখঃ 17.11.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
CMOH অফিসে নিয়োগের বিস্তারিত তথ্য (CMOH Office Recruitment Details)
(1) পদের নামঃ স্টাফ নার্স (Staff Nurse)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স পাশ করে থাকতে হবে এবং INC/WBNC দ্বারা রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 12 টি।
(2) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM কোর্স পাশ করে থাকতে হবে এবং INC/WBNC দ্বারা রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 7 টি।
(3) পদের নামঃ কাউন্সিলর (Counsellor)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বা সোশাল ওয়ার্ক বা অ্যান্থ্রপলজি বা হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 5 টি।
(4) পদের নামঃ মেডিকেল অফিসার (Medical Officer)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 5 টি।
(5) পদের নামঃ স্পেশালিস্ট মেডিকেল অফিসার (Specialist Medical Officer)
বেতনঃ এই পদের জন্য প্রতি সপ্তাহে 3 দিন কাজের ভিত্তিতে প্রতিদিন 3000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগে MD/MS করা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 5 টি।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের উপরের প্রতিটি পদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের সময়ঃ 11 AM
ইন্টারভিউয়ের তারিখঃ 15.12.2022 & 16.12.2022
আবেদন পদ্ধতি
মুর্শিদাবাদ জেলার CMOH দপ্তর থেকে প্রকাশিত ওপরের সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করবেন তা নিচে থেকে জেনে নিন-
- প্রথমে নিচে দেওয়া লিংকে চাপ দিয়ে মুর্শিদাবাদ জেলার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী লিংকে ক্লিক করলে আবেদন পত্রটি সামনে এসে উপস্থিত হবে।
- আবেদনপত্রটিকে সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণের সময় স্ক্যানারে করে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে নির্দিষ্ট কাস্ট অনুযায়ী আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
আবেদন ফি
উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন ফ্রি হিসেবে জেনারেল প্রার্থীদের কাছে 100 টাকা এবং SC/ST/OBC শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 17.11.2022 |
আবেদন শুরু | 17.11.2022 |
আবেদন শেষ | 09.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করার লিংক | Click Here |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের রামকৃষ্ণ মিশন স্কুলে গ্রুপ-D নিয়োগ
🎯 কৃষি এবং কিষান কল্যান দপ্তরে চাকরি