রাজ্যের CMOH অফিসের অধীনে চাকরি, পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করা যাচ্ছে

CMOH Office Paschim Bardhaman Recruitment


রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অফিস (CMOH) এর মাধ্যমে পশ্চিম বর্ধমানের জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে চার ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলা থেকেই যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য তাই এটি অবশ্যই একটি বড়ো খবর। নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে আসানসোল এবং দুর্গাপুরে। এই নিয়োগ এক বছরের চুক্তির ভিত্তিতে হবে।

নোটিশ নং – DH&FWS/ASL/23-24/109

নোটিশ প্রকাশ – 26.04.2023

1. পদের নাম- মেডিকেল অফিসার / Medical Officer

শূন্যপদ – 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – MBBS গ্র্যাজুয়েট এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – সর্বোচ্চ 67 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান / Laboratory Technician

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের Life Science এ গ্র্যাজুয়েশনের সাথে DMLT কোর্স করে থাকতে হবে। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও চাওয়া হয়েছে এখানে।

বয়সসীমা – 40 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 22,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. পদের নাম- টেকনিক্যাল সুপারভাইজার / Technical Supervisor Blood Safety

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের DMLT কোর্স বা BMLT বা PGDMLT করে থাকতে হবে। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও চাওয়া হয়েছে এখানে।

বয়সসীমা – 40 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 22,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

4. পদের নাম- ল্যাব টেকনিশিয়ান / Lab. Technician (Blood Bank)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের DMLT কোর্স বা BMLT বা PGDMLT করে থাকতে হবে। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও চাওয়া হয়েছে এখানে।

বয়সসীমা – 40 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 22,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

আবেদন করার প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর লগ ইন করে নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

14 মে, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇