পশ্চিমবঙ্গের চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বা CMOH অফিসের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে।
রাজ্যের CMOH অফিসে সুপারভাইজার পদে নারী-পুরুষ নির্বিশেষে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা নিজে হাতেও আবেদনপত্র জমা করতে হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
রাজ্যের CMOH অফিসে সুপারভাইজার পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কতো প্রয়োজন, বেতন কতো দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা কতো বয়সসীমা কতো, নিয়োগ পদ্ধতি কেমন হবে ইত্যাদি সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
CMOH Office Supervisor Recruitment
নোটিশ নম্বরঃ CMOH-II/NVBDCP/1786
নোটিশ প্রকাশের তারিখঃ 22.07.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
কালা আজার টেকনিক্যাল সুপারভাইজার (Kala-azar Technical Supervisor)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা করে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ হতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমাঃ
এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 50 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST শ্রেণীর প্রার্থীদের জন্য 5 বছরের OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
মোট 06 টি শুন্যপদে এই নিয়োগ করানো হবে।
আবেদন পদ্ধতিঃ
- টেকনিক্যাল সুপারভাইজার পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচের দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে।
- অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে একটি আবেদন করার ফর্ম দেওয়া আছে।
- ঐ ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে।
- এরপর প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সঙ্গে উল্লেখিত নথিপত্রগুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র এটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল (UR) দের জন্য 100 এবং SC/ST/OBC দের জন্য 50 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- ড্রাইভিং লাইসেন্স।
- বসবাসের প্রমাণপত্র।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Office of the Chief Medical Officer of Health, Grm Floor, Dy. CHOM – II Section, Khosbagan, Shyamasayer East , Near Harishabad Hindu Girls School, Purba Bardhaman, Pin – 713101, West Bengal.
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 22.07.2022 |
আবেদন শুরু | 22.07.2022 |
আবেদন শেষ | 31.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-