35 হাজার টাকা মাসিক বেতনের চাকরি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অধীনে নিয়োগ

CMOH Various Post Recruitment

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরেরর তরফ থেকে আবারো নতুন করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) এর অধীনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিপুল সংখ্যক শূন্যপদে প্রার্থীদের  নিয়োগ করা হবে।

এপিডোমায়োলজিস্ট, হেল্থ ম্যানেজার, ল্যাব টেকনিশিয়ান,  মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। 

রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে রাজ্যের যেকোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবে।

চলুন এইবার তাহলে জেনে নেওয়া যাক রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত করে দেওয়া হবে, বয়সসীমা, মোট শূন্যপদের সংখ্যা, নিয়োগ কিভাবে হবে, আবেদন কেমন করে করতে হবে ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় তথ্য। 

35000 monthly salary recruitment

নোটিশ নম্বরঃ CHOM(SPG)/DH & FWS/ 7033 

নোটিশ প্রকাশের তারিখঃ  20.07.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ ব্লক এপিডোমায়োলজিস্ট (Block Epidemiologist)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স বা এপিডোমায়োলজিতে Msc করা থাকতে হবে কিংবা BAMS/BHMS/BUMS করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবে।

বয়সসীমাঃ উক্ত পদের জন্য আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

মোট শূন্যপদঃ 06 টি। 

(2) পদের নামঃ ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার (Block Epidemiologist)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স B.sc করা থাকতে হবে এবং কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ উক্ত পদের জন্য আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

মোট শূন্যপদঃ 06 টি। 

(3) পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ এবং DMLT পাশ করে থাকতে হবে। এছাড়াও 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়সসীমাঃ উক্ত পদের জন্য আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

মোট শূন্যপদঃ 12 টি। 

(4) পদের নামঃ (Block Data Manager)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশনপাশ করে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে 1 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়াও 3 – 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

মোট শূন্যপদঃ 06 টি। 

(5) পদের নামঃ মেডিকেল অফিসার (Specialist Medical Officer)

বেতনঃ প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের ইন্টার্নিশিপ সহ M.B.B.S পাশ করা থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আওতায় রেজিস্ট্রিকৃত থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 62 বছরের মধ্যে হতে হবে। 

মোট শূন্যপদঃ 22 টি।

(6) পদের নামঃ স্টাফ নার্স (Staff Nurse)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং বা B.sc নার্সিং পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।

মোট শূন্যপদঃ 26 টি।

(7) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিন্ট্যান্ট (Community Health Assistant)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং বা ANM নার্সিং পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

মোট শূন্যপদঃ 22 টি।

(8) পদের নামঃ (Counsellor)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বা সোশাল ওয়ার্ক বা বা সোসিওলজি বা অ্যান্থ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্টে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।

মোট শূন্যপদঃ 04 টি। 

নিয়োগ পদ্ধতিঃ
  • লিখিত পরীক্ষা।
  • কম্পিউটার টেস্ট।
  • ইন্টারভিউ। 
আবেদন পদ্ধতিঃ
  1. উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ আবেদন করতে হবে।
  3. সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
  4. তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  5. উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
  7. অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি উল্লেখিত ঠিকানায় পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ফিঃ

আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের কাছে 100 টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা ধার্য করা হয়েছে। 

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  4. কম্পিউটার সার্টিফিকেট। 
  5. অভিজ্ঞতা সার্টিফিকেট।
  6. কাস্ট সার্টিফিকেট।
  7. এছাড়াও অন্যান্য নথিপত্র। 
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

The Secretary, DH & FW Samiti CMOH South 24 Parganas, Administrative Building (2nd Floor), M.R Bangur Hospital Complex, 241, Deshpran Sasmal Road, Tollygunge, Kolkata – 700033, W.B

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 20.07.2022
আবেদন শুরু 23.07.2022
আবেদন শেষ 06.08.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now 

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-