ফিল্ড ওয়ার্কার (Field Worker) পদে কর্মচারী নিয়োগের জন্য একটি Official বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট (Chittaranjan National Cancer Institute- CNCI) এর পক্ষ থেকে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতি প্রকাশিত হয়েছে।
এক্ষেত্রে ভালো বিষয় হচ্ছে, কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করে উক্ত ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করানো হবে।
নিচে এইবার আমরা এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারে জানান দেবো। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে, মাসিক বেতন কত করে দেওয়া হবে, ইন্টারভিউ কবে এবং কোথায় নেওয়া হবে সব কিছুই নিচে থেকে জানতে পারবেন।
Field Worker Recruitment in CNCI
নিয়োগের সম্পর্কিত তথ্য (Recruitment Details)
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বরঃ 649/2022
পদের নামঃ
ফিল্ড ওয়ার্কার (Field Worker)
বেতনঃ
প্রতি মাসে 20,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণি অর্থাৎ SC, ST, OBC রা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন (স্নাতক) পাশ করতে হবে। সেইসাথে যেকোনো Cancer Screening প্রোজেক্টে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকোতে হবে।
শুন্যপদঃ
2 টি শুন্যপদ থাকায় এই চাকরিতে নিয়োগ করা হবে।
চাকরির ধরনঃ
কন্ট্রাকচুয়াল (Contractual) হিসেবে চাকরি। মূলত ১ বছরের জন্য কাজে নিয়োগ করা হবে। তবে 3 বছর পর্যন্ত কাজের সময়সীমা বাড়ানো হতে পারে। অফিসিয়াল নোটিশে এমনটাই জানানো হয়েছে। নোটিশটি দেখতে চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে দেখে নিন।
নিয়োগ প্রক্রিয়াঃ
সরাসরি ইন্টারভিউ (Walk-in-Interview) এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করে চাকরির জন্য নিয়োগ করা হবে। আবারো জানিয়ে রাখি, এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 17 আগস্ট 2022
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল 11 টার সময় ইন্টারভিউ এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
ইন্টারভিউয়ের স্থানঃ Office of the Officer In-charge (Hospital) (1st floor of Hospital Wing)
ইন্টারভিউয়ের দিন করনীয়ঃ
এক্ষেত্রে আগে থেকে কোনো রকমের আবেদন করার দরকার নেই। ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা, বয়সের তথ্য সহ দরকারি সমস্ত তথ্য দিয়ে একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে।
ঐ বায়োডাটা এবং দরকারি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে ঐ দিন ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে।
আপনাকে জানিয়ে রাখি, ইন্টারভিউয়ের দিন চাকরিপ্রার্থীকে তার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে যেতে হবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
চাকরির আরো আপডেট-
- CBI কিভাবে হওয়া যায়?
- রাজ্যের NUHM সোসাইটিতে C.H.A.পদে চাকরি
- 25,000 হাজার টাকা বেতনে কলকাতা ট্রপিকাল মেডিসিনে চাকরি