বর্ধমান জেলার কো অপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়নে একটি চুক্তি ভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীকে কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে এখানে। এই নিয়োগের বিষয়ে আরও বিশদভাবে জেনে নিন এই প্রতিবেদনে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 03/2023
যে পদে নিয়োগ হবে
অ্যাকাউনটেন্ট / Accountant
শূন্যপদ
এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের B.Com পাশ এবং Accountancy বিষয়ে জ্ঞান থাকতে হবে। সাথে নূন্যতম 5 বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে দক্ষ হতে হবে এবং থাকতে হবে ট্যালি নিয়ে সম্যক ধারণাও।
বয়সসীমা
সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
প্রতি মাসে 16,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীকে।
নিয়োগ স্থান
2 no. Sankharipukur, Sailesh Banerjee Road, P.O-Sripally, Burdwan, PIN-713103
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিন। এরপরে আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। অথবা, ফিলাপ করা আবেদন পত্রটির সাথে নথি সংযুক্ত করে তা পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানাতে।
ইমেল আইডি: [email protected]
আবেদন পাঠাবার ঠিকানা
West Bengal Co-operative Service Commission, Khadya Bhawan Complex, PWD Buildings, Block-A (Ground Floor), 11 A, Mirza Ghalib Street, Kolkata-700087
আবেদনের সময়সীমা
4 সেপ্টেম্বর, 2023 এখানে আবেদন করার শেষ দিন।
ইন্টারভিউয়ের তারিখ
05/09/2023 তারিখের সকাল 11.30 টায়।
ইন্টারভিউয়ের স্থান
West Bengal Co-operative Service Commission, Khadya Bhawan Complex, PWD Buildings, Block-A (Ground Floor), 11 A, Mirza Ghalib Street, Kolkata-700087
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 CMOH তে অনেকগুলি শূন্যপদে চাকরি, মাসিক বেতন 35 হাজার টাকা
👉 রাজ্যে হোস্টেলে গ্রুপ-D পদে কর্মী নিয়োগ, 31 আগস্ট অবধি আবেদন চলবে
👉 রাজ্যে পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 স্টাফ সিলেকশন কমিশনে গ্রুপ-B পদে চাকরি, অনলাইনে আবেদন চলছে
👉 রাজ্যে পৌরসভায় MO পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ