BYJU’S এবং শাখরুখ খানের বিরুদ্ধে কোচিং প্রতারণার অভিযোগ, ৩০ দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ

Coaching fraud allegations against BYJU'S and Shah Rukh Khan

1/7: এবার মামলা করা হল বলিউডের বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতারণা করার মত গুরুতর অভিযোগ উঠেছে শাখরুখ খানের বিরুদ্ধে। এর জন্য তাঁকে জরিমানা অবধি করা হয়েছে ক্রেতা সুরক্ষা দফতরের তরফে।

2/7: মূল ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে থেকেই। মধ্যপ্রদেশের বাসিন্দা প্রিয়ঙ্কা দীক্ষিত ছোট থেকেই হতে চাইতেন আইএএস আধিকারিক হতে। ইউপিএসসি পরীক্ষার প্রস্ততি নেওয়ার জন্য তিনি ভর্তি হয়েছিলেন এডুটেক (EdTech) বা শিক্ষামূলক অ্যাপ (BYJU’S) বাইজু’সে

3/7: কোচিং ফি বাবদ প্রিয়ঙ্কা বাইজু’সকে ১.৮ লক্ষ টাকাও দিয়েছিলেন। কিন্তু অনলাইনে কোনও ক্লাসের পরিষেবাই দেওয়া হয়নি ওই শিক্ষার্থীকে। শুধু তাই নয়, স্টাডি মেটিরিয়াল, পরীক্ষার প্রশ্ন এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসও তাঁকে দেওয়া হয়নি সংস্থার তরফে।

4/7: ওই মহিলার অভিযোগ, বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে বাইজু’স সংস্থার বিজ্ঞাপন দিতে দেখেই তিনি এই সংস্থার উপর ভরসা করে ভর্তি হয়েছিলেন। তবে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর মোহভঙ্গ হয়। তিনি বুঝতে পারেন সংস্থার তরফে দেওয়া কোনও প্রতিশ্রুতিই রাখা হচ্ছে না। তাই অবশেষে বাধ্য হয়ে সংস্থা এবং শাহরুখ, উভয়ের বিরুদ্ধেই তিনি মামলা করেন ক্রেতা সুরক্ষা দফতরে।

5/7: বেশ কয়েক ধাপে প্রায় দুই লক্ষ টাকা দেওয়ার পরেও সংস্থার কথামত পরিষেবা না পাওয়ার পরে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন প্রিয়ঙ্কা। ক্রেতা সুরক্ষা দফতরের তরফে এরপরে প্রিয়ঙ্কার অভিযোগের ভিত্তিতে বাইজু’স কোম্পানির ম্যানেজার এবং শাহরুখকে ক্ষতিপূরণ-সহ যাবতীয় অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়

6/7: তবে ওই ছাত্রী জানিয়েছেন, ক্রেতা সুরক্ষা দফতরের তরফে টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও আদতে কোনও টাকা তিনি এখনও পাননি। এদিকে সংশ্লিষ্ট জেলা আদালতের তরফে বাইজু’স-এর ম্যানেজার এবং শাহরুখ খানকে নির্দিষ্ট ক্ষতিপূরণ মেটানোর জন্য ৩০ দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

7/7: গত সপ্তাহের শনিবার দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসাররা বেঙ্গালুরুতে বাইজু’স-এর মালিক বাইজু রবীন্দ্রনের বাসভবনে অভিযান চালায়। এই প্রসঙ্গে ইডি সূত্রে জানানো হয়েছে, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করেছে এই এডুটেক সংস্থাটি। বাড়িতে তল্লাশি চালানোর সময় নিয়ম লঙ্ঘন সংক্রান্ত বেশ কয়েকটি নথিপত্র উদ্ধার করে তা বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇