481 টি শূন্যপদে কোল ইন্ডিয়াতে নিয়োগ, সমস্ত জেলা থেকেই আবেদন করা যাবে

Coal India Limited 481 Vacancy Recruitment

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় এক সুখবর। সম্প্রতি ভারত সরকার দ্বারা অনুমোদিত কোল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 481 টি শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবে।

আসুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক কোল ইন্ডিয়াতে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য।

coal india 481 recruitment

(1) পদের নামঃ পার্সোনাল H.R (Personal HR)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে এবং সঙ্গে ম্যানেজমেন্ট নিয়ে অন্ততপক্ষে দু বছরের স্নাতকোত্তর কোর্স বা P.G ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 138 টি।

(2) পদের নামঃ এনভারমেন্ট (Environment)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে 60 % নম্বর সহ ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী কোর্স করা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 68 টি।

(3) পদের নামঃ মেটিরিয়ালস ম্যানেজমেন্ট (Materials management)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে 60 % নম্বর সহ ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 2 বছরের MBA বা P.G ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 115 টি।

(4) পদের নামঃ মার্কেটিং এন্ড সেলস (Marketing and Sales) 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে 60%  নম্বর সহ মার্কেটিং এ 2 বছরের MBA বা P.G ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 17 টি।

(5) পদের নামঃ কমিউনিটি ডেভেলপমেন্ট (Community Development)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমিউনিটির ডেভেলপমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট বা ডেভলপমেন্ট প্র্যাকটিসে অন্ততপক্ষে 60 % নম্বরসহ 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 79 টি।

(6) পদের নামঃ কোম্পানি সেক্রেটারি (Company Secretary)

শিক্ষাগত যোগ্যতাঃ কোম্পানি সেক্রেটারি পদের জন্য যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক হলেই হবে।

মোট শূন্যপদঃ 8 টি।

বেতনঃ 

ওপরের সমস্ত পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে নিয়োগ করা হবে এবং 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন E-2 গ্রেড অনুযায়ী 50,000-1,60,000 পর্যন্ত টাকা দেওয়া হবে। পরবর্তীকালে E-3 গ্রেড অনুযায়ী 60,000-1,80,000 পর্যন্ত টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 

উপরের প্রতিটি পদের ক্ষেত্রে 31.05.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC ইত্যাদি সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতিঃ 

এখানে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রশ্নের ভাষা হবে ইংরেজি অথবা হিন্দি। মোট 100 টি MCQ টাইপ প্রশ্ন থাকবে।

আবেদন পদ্ধতিঃ 
  1. কোল ইন্ডিয়া লিমিটেডের এই চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে পলিনিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in এ গিয়ে আবেদন করতে হবে।
  3. প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
  4. এরপর নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  5. উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ

উপরিউক্ত সমস্ত পদের ক্ষেত্রে আবেদন ফি হিসাবে 1000 টাকা এবং GST চার্জ হিসেবে 180 টাকা অর্থাৎ সর্বমোট 1180 টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে। SC/ST/PWD/ESM প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. আধার কার্ড বা ভোটার কার্ড।
  5. সাদা কাগজে নিজের সিগনেচার।
  6. কাস্ট সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 08.07.2022 
আবেদন শুরু 08.07.2022
আবেদন শেষ 07.08.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now 

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-