কোল ইন্ডিয়া লিমিটেডে (CIL) এক্সিকিউটিভ ক্যাডারে কর্মী নিয়োগ করা হবে। মোট 16 টি ডিসিপ্লিনে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে ডিপার্টমেন্টাল প্রার্থীরা আবেদন যোগ্য। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নোটিশ প্রকাশের তারিখ- 01/08/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
যেসব পদে নিয়োগ হবে
1. পদের নাম- ELECTRICAL & MECHANICAL
শূন্যপদ- 477 টি শূন্যপদ রয়েছে।
2. পদের নাম- ELECTRONICS & TELECOMMUNICATION
শূন্যপদ- 12 টি শূন্যপদ রয়েছে।
3. পদের নাম- ENVIRONMENT
শূন্যপদ- 32 টি শূন্যপদ রয়েছে।
4. পদের নাম- EXCAVATION
শূন্যপদ- 341 টি শূন্যপদ রয়েছে।
5. পদের নাম- FINANCE
শূন্যপদ- 341 টি শূন্যপদ রয়েছে।
6. পদের নাম- HINDI
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
7. পদের নাম- LEGAL
শূন্যপদ– 22 টি শূন্যপদ রয়েছে।
8. পদের নাম- MARKETING & SALES
শূন্যপদ- 89 টি শূন্যপদ রয়েছে।
9. পদের নাম- MATERIALS MANAGEMENT
শূন্যপদ- 125 টি শূন্যপদ রয়েছে।
10. পদের নাম- PERSONNEL
শূন্যপদ- 114 টি শূন্যপদ রয়েছে।
11. পদের নাম- PUBLIC RELATIONS
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
12. পদের নাম- SECRETARIAL
শূন্যপদ- 32 টি শূন্যপদ রয়েছে।
13. পদের নাম- SECURITY
শূন্যপদ- 83 টি শূন্যপদ রয়েছে।
14. পদের নাম- SYSTEM
শূন্যপদ- 72 টি শূন্যপদ রয়েছে।
15. পদের নাম- CIVIL
শূন্যপদ- 331 টি শূন্যপদ রয়েছে।
16. পদের নাম- COMPANY SECRETARY
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে মোট 13 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।
মাসিক বেতন
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।
নিয়োগ পদ্ধতি
200 নম্বরের কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.coalindia.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নীচের ধাপগুলি সম্পন্ন করতে হবে: Career with CIL>Departmental Recruitment >Promotion/ Selection from Non-Executive to Executive Cadre (CBT)। তারপর নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের তারিখ
আবেদন শুরু: 04/08/2023
আবেদন শেষ: 02/09/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নতুন নিয়ম শুরু হলো
👉 ফুড SI এর ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হচ্ছে?
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
👉 রাজ্যের কলেজে গ্রুপ-C, গ্রুপ-D পদে চাকরি
👉 SPMCIL তে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ