560 টি শূন্যপদে ভারতীয় কয়লা সংস্থায় কর্মী নিয়োগ, মাসিক বেতন 50 হাজার টাকা | Coal India Recruitment 2023

Coal India Recruitment 2023

কোল ইন্ডিয়া লিমিটেডে (CIL) ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট 3 টি ডিসিপ্লিনে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 03/2023

যে পদে নিয়োগ হবে

ম্যানেজমেন্ট ট্রেনি / MANAGEMENT TRAINEE, এখানে তিন ধরণের ডিসিপ্লিন রয়েছে, যেগুলো হল: Mining, Geology, Civil।

শূন্যপদ

Mining এ 351, Geology এ 37, Civil এ 172 টি শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা 560 টি।

যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন এবং গেট 2023 পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীদের 50,000 – 1, 60,000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

গেট 2023 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.coalindia.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নীচের ধাপগুলি সম্পন্ন করতে হবে: Career with CIL>Jobs at Coal India section, তারপর নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।
সাথে দিতে হবে আবেদন মূল্য।

আবেদন মূল্য

GENERAL (UR) / OBC / EWS প্রার্থীদের 1180 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু হয়েছে- 13/09/2023
  • আবেদন শেষ হবে- 12/10/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 কল্যানী AIIMS এ গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, মোট 22 ধরনের পদে কর্মী নিয়োগ

👉 পশ্চিমবঙ্গের 6টি জেলায় এডুকেশন সুপারভাইজার পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

👉 মাধ্যমিক পাশে রাজ্যে টিকিট সেলার নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 D.El.Ed এ ভর্তির নিয়মে বদল! এবার থেকে কলেজগুলিকে মানতে হবে নতুন এই নিয়ম

👉 ডিস্ট্রিক্ট কোর্টে স্টেনোগ্রাফার হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 37 হাজার 100 টাকা

Previous articleজেলা আদালতে গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleরাজ্যে CMOH এ অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন | CMOH Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here