কোচিন শিপয়ার্ড লিমিটেড (CSL), ভারত সরকারের একটি সংস্থা, এখানে মাধ্যমিক পাশের সাথে আইটিআই/ভোকেশনাল সার্টিফিকেট আছে, এমন প্রার্থীদের শিক্ষানবিশ প্রশিক্ষণ দেওয়া হবে। মিলবে মাসিক বেতনও। পুরুষ, মহিলা নির্বিশেষে সকল ইচ্ছুক প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- P&A/6(140)/21
নোটিশ প্রকাশের তারিখ- 20.09.2023
যে পদে নিয়োগ করা হবে
1. আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস / ITI Trade Apprentices
শূন্যপদ- এখানে Electrician, Fitter, Machinist, Welder, Electronic Mechanic, Mechanic Diesel ইত্যাদি 16 ধরণের ট্রেডে শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে এখানে রয়েছে 300 টি শূন্যপদ।
যোগ্যতা- এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক পাশের সাথে নির্দিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের মাসিক 8,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে।
2. টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস / Technician (Vocational) Apprentices
শূন্যপদ- এখানে Accounting & Taxation/Accounts Executive, Basic Nursing and Palliative Care/General Duty Assistant, Customer Relationship Management/ Office Operation Executive , Electrical & Electronic Technology / Electrician Domestic Solution, Food & Restaurant Management/ Craft Baker এই 5 টি বিষয়ে শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে এখানে রয়েছে 8 টি শূন্যপদ।
যোগ্যতা– এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট ভোকেশনাল বিষয় নিয়ে পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন– নির্বাচিত প্রার্থীদের মাসিক 9,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে।
বয়সসীমা
উপরের দুই ধরণের পদের জন্যই নূন্যতম 18 বছর বয়সে হতে হবে। তবে সকল আবেদনকারীকে কেরালার বাসিন্দা হতে হবে।
নিয়োগ পদ্ধতি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
12 মাসের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.cochinshipyard.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শেষ- 04/10/ 2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যের জেলা শাসকের অফিসে চাকরির বিজ্ঞপ্তি, শীঘ্রই আবেদন করুন
👉 SAI তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 ভারত সরকারের বাণিজ্য বিভাগে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 রাজ্য সড়ক দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি
👉 AIIMS এ গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে